ইস্ত্রি ছাড়াই কাপড়ের ভাজ দূর করবেন কীভাবে?
একবার ভাবুন তো, যখন পৃথিবীতে ইস্ত্রি আবিষ্কার হয়নি তখন মানুষ কীভাবে কাপড় ইস্ত্রি করত? সেই উত্তর খুঁজতে ঘাটতে হবে ইতিহাসের পাতা। তারচেয়ে চলুন জেনে নেই ইস্ত্রি ছাড়া কী করে কাপড়ের ভাজ দূর করা যায়। ধরুন আপনার ইস্ত্রি নষ্ট হয়ে গেছে আর তখনই আপনার বাইরে যাওয়া জরুরি, সেই সময় কী করবেন? বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে আজ এমন কিছু পদ্ধতির কথা বলা হয়েছে, যা অনুসরণ করলে কাপড়ে সহজে ভাঁজ পড়বে না। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন-
- কাপড় ধোয়ার পর পানি ঝড়ানোর জন্য বেশি নিংড়াবেন না। এতে শুকানোর পর কাপড়ে বেশি ভাঁজ পড়ে। পানি থেকে বের করে সরাসরি রশিতে ঝুলিয়ে দিন। দেখবেন, শুকানোর পর কাপড় টানটান রয়েছে।
- হেয়ার ড্রাইয়ার দিয়ে কাপড়ের ভাজ পরা জায়গায় ব্লো ড্রাই করে নিন। এরপর গরম থাকা অবস্থায় হাত দিয়ে চাপ দিন। এতে কাপড়ের ভাঁজ অনেকটা দূর হয়ে যাবে।
- হেয়ার স্ট্রেইটনার গরম করে কাপড়ের ভাঁজপড়া জায়গায় কয়েকবার টান দিলে ভাঁজ একেবারেই চলে যাবে।
- কাপড় ধোয়ার পর সবশেষে ঠাণ্ডা পানিতে চুবিয়ে না নিংড়ে রশিতে ঝুলিয়ে রাখুন। দেখবেন, শুকানোর পর কাপড়ে কোনো ভাঁজ থাকবে না।
- শুকানোর পর যেসব কাপড় পেঁচিয়ে রাখার সেগুলো গোল করে পেঁচিয়ে রাখুন আর যেগুলোতে সহজেই ভাজ পড়বে সেগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। এতে আর কাপড়ে ভাঁজ পড়বে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন