ইস্পাহানি গ্রুপের চেয়ারপার্সন বেহরোজ ইস্পাহানি মারা গেছেন


ইস্পাহানী গ্রুপের চেয়ারপার্সন মির্জা আলী বেহরোজ ইস্পাহানি মারা গেছেন (ইন্নালিল্লাহ…রাজেউন)। এম এম ইস্পাহানি গ্রুপের প্রায় দু’শো বছরের সমৃদ্ধ ইতিহাস আছে। সোমবার ভাের সাড়ে পাঁচটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।
বাদ আসর তার প্রথম নামাজের জানাযা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় নামাজে জানাযা বাদ মাগরিব হোসনি দালান মসজিদে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে পরিবার সূত্রে জানিয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেস।
দেশের শীর্ষস্থানীয় অর্থনীতি বিষয়ক জাতীয় দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোক্তা পরিচালক আলী ইস্পাহানি এবং ঢাকা স্টোক এক্সচেঞ্জের অন্যতম একজন সদস্য আলী বেহরুজ। তিনি ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান।
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা আলী বেহরুজ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির(আইইউবি) ট্রাস্টি বোর্ডের একজন সদস্য ও মাইডাসের পরিচালক ছিলেন।
চা, টেক্সটাইল, খাদ্য, পাট, রিয়েল এস্টেট, পােলট্রি ও শিপিংখাতে এম এম ইস্পাহানি গ্রুপের ব্যবসা রয়েছে। এই কোম্পানিতে প্রায় দশ হাজার লোক নিয়োজিত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













