ইয়াবা কেনার সময় হাতেনাতে পুলিশের কাছে কলেজ অধ্যক্ষ আটক
ইয়াবা কেনার সময় হাতেনাতে পুলিশের কাছে ধরা খেয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার একজন কলেজ অধ্যক্ষ। তার নাম শামসুজ্জোহা বেলাল (৪০)। তিনি মোহনপুরের মৌগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাকশিমইল গ্রামের মাদক চোরাকারবারী হাবিবুর রহমান ওরফে ল্যাংড়া হাবিবের বাড়িতে অভিযান চালাতে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিব ও তার স্ত্রী পালিয়ে গেলেও বাড়িটিতে অধ্যক্ষ বেলালকে পাওয়া যায়। পরে দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে চার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া বাড়িটির বিভিন্ন স্থান থেকে লুকিয়ে রাখা আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি পারভেজ আরও জানান, এ ঘটনায় ওই অধ্যক্ষকে আটক করা হয়েছে। এছাড়া থানায় একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার বেলাল, মাদক চোরাকারবারী হাবিব ও তার স্ত্রী রোখসানা খাতুনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার অধ্যক্ষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন