ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য মক্কা নয় জেদ্দা: ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা মক্কার দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সৌদি কর্মকর্তারা যে দাবি করেছেন ব্রিটেন তা প্রত্যাখ্যান করেছে।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইয়েমেন ও সৌদি সীমান্তের কাছে তাদের দেশের নাগরিকদের চলাফেরা না করার পরামর্শ দিয়ে যে বার্তা দিয়েছে তাতে সৌদি আরবের ওই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার টার্গেট মক্কা নয় বরং জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দর।
গত ২৭ অক্টোবর ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সৌদি কর্মকর্তারা যদিও দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা ইয়েমেনি যোদ্ধাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে। কিন্তু ইয়েমেনেরে সেনাবাহিনী বলছে, তাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
জেদ্দায় ক্ষেপণাস্ত্র হামলার পর এটাকে মক্কায় হামলার প্রচেষ্টা বলে প্রচার চালিয়ে বিশ্বের মুসলমানদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছে সৌদি কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন