ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ২০

ইয়েমেনে মার্কিন ড্রোন ও হেলিকপ্টার হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র দাবি করেছে, নিহতদের মধ্যে তিনজন আদিবাসী প্রধান এবং তারা আল কায়েদা নেতা। খবর আল জাজিরার।
স্থানীয় একটি সূত্র আল জাজিরাকে জানায়, রবিবার ভোরে আল বায়দা প্রদেশের ইয়াকলা জেলাতে এই অভিযান চালানো হয়। অভিযানে কমপক্ষে ছয়টি বাড়ি বিধ্বস্ত হয়। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।
প্রাদেশিক এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে আট নারী ও আট শিশু রয়েছে। তাদের নাম প্রকাশ করা হয়নি।নিহত আল কায়েদা সদস্যরা তিন ভাই। তারা হলেন, আব্দুল রউফ, সুলতান আল-জাহাব, সাইফ আলাউয়ি আল-জাওফি।
অভিযানে তিনটি মার্কিন হেলিকপ্টার মেশিন গান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ওয়াশিংটন অভিযান সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি।
২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর ইয়েমেনে এটিই প্রথম হামলা।
আল কায়েদা ও ইসলামিক স্টেট(আইএস) গত দুবছর যাবৎ হত্যা ও বোমা হামলা চালিয়ে আসছে। মূলত গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে তারা।
জাতিসংঘের তথ্য মতে, ইয়েমেনে ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব নেতৃত্বাধীন বিমান হামলায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকই বেসামরিক নাগরিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন