ঈদুল ফিতরে শাকিবের সম্ভাব্য সিনেমানামা

ঈদ মানেই বক্সঅফিসে শাকিব খানের সিনেমার জয়জয়কার। বিগত বছরগুলোতে ঢালিউডে ঈদুল ফিতর ও ঈদুল আযহায় এমন চিত্রই ফুটে উঠেছে। তবে এবারের ঈদেও তার ব্যতিক্রম যে হচ্ছে না তার আভাস ইতমধ্যেই কিছুটা পাওয়া যাচ্ছে।
ঢালিউডে অর্ধযুগেরও বেশি সময় ধরে এক নম্বর সুপারস্টারের স্থান দখল করে আছে শাকিব খান। বিগত কয়েক বছরে দেশীয় ও যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাগুলোর মধ্যে উভয়ক্ষেত্রেই নিজের অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মাধ্যমে বক্সঅফিসে রাজত্ব করেছেন তিনি। আসছে ঈদুল ফিতরেও শাকিব খান সিনেমাপাড়াখ্যাত কাকরাইল পাড়ায় রাজত্ব করতে যাচ্ছে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ঈদুল ফিতরে শাকিব খানের অভিনীত সম্ভাব্য মুক্তি প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে উঠে এসেছে চারটি সিনেমার নাম। যেগুলো হচ্ছে ‘নবাব’, ‘রাজনীতি’, ‘অহংকার’ ও ‘রংবাজ’। যার মধ্যে দুটো দেশীয় ও বাকি দুটো যৌথ প্রযোজনায় নির্মিত।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ‘নবাব’ সিনেমাটি নির্মাণ করছেন জয়দীপ মুখার্জী। এতে শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন শুভশ্রী। যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির দশৃধারণের কাজ এরইমধ্যে শেষ করেছেন শাকিব খান।
দেশীয় প্রযোজনায় নির্মিত ‘রাজনীতি’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা বুলবুল বিশ্বাস। সিনেমায় শাকিব খানের বিপরীতে পর্দায় জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। তবে শাকিব ও অপুর যে কয়টি অসমাপ্ত সিনেমা রয়েছে সেগুলো যদি কোনো কারণে শেষ না হয় তাহলে ‘রাজনীতি’ সিনেমাটি শাকিব-অপু জুটির অভিনীত শেষ সিনেমা হতে যাচ্ছে। এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। যদিও সিনেমাটি ঈদুল ফিতরে কিংবা এর আগেই মুক্তি পাচ্ছে কিনা সেই ব্যাপারে গ্লিটজকে কোনো মন্তব্য করেননি সিনেমার নির্মাতা।
অন্যদিকে চলতি বছরের এপ্রিলে সম্ভাব্য মুক্তি প্রত্যাশিত সিনেমার তালিকায় ছিলো শাহাদত হোসেন লিটনের সিনেমা ‘অহংকার’। কিন্তু নতুন খবর হলো ঈদুল ফিতরে মুক্তি প্রত্যাশিত সম্ভাব্য সিনেমার তালিকায় নাম লিখিয়েছে এই সিনেমাটিও।
অন্যদিকে পহেলা বৈশাখে মহরতের মাধ্যমে শুরু হলো সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘রংবাজ’। সোমবার থেকে শুরু হয়েছে সিনেমার দৃশ্যধারণের কাজ। সিনেমাতে শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করছেন শবনম বুবলি। সিনেমাটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনী। যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করছেন কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও বাংলাদেশের মের্সাস রূপরঙ চলচ্চিত্র।
এবারের ঈদুল ফিতরেও সম্ভবত বক্সঅফিসে একচেটিয়া রাজত্ব করতে যাচ্ছেন শাকিব খান। তবে বক্সঅফিসে দেশীয় ও যৌথ প্রযোজনায় নির্মিত কয়টি সিনেমার মাধ্যমে শাকিব খান এবার রাজত্ব করবেন তা দেখার জন্য সবাইকে ঈদুল ফিতর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন