সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঈদের আগেই ‘অন্যরকম এক ঈদের খুশিতে’ ভাসছে পুরো এলাকার মানুষ !

র‌্যাবের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী টেক্কা নজরুল অস্ত্রসহ গ্রেফতার

সন্ত্রাসী টেকা নজরুল বাহিনীর লোকজন দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জনমনে ভীতির সঞ্চার করে আসছিলো । এই  বাহিনীর লোকজনের তান্ডবে এলাকার লোকজন ছিল অতিষ্ঠ। একইসাথে  সারাক্ষন ভয় মাথায় রেখেই চলতো স্থানীয়রা। প্রকাশ্য দিবালোকে  যখন যাকে ইচ্ছে বুকে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করতো  টেক্কা নজরুল ও তার বাহিনীর লোকজন এমন শত অভিযোগ ছিলো ভয়বহ এই সন্ত্রাসী বিরুদ্ধে।

বাংলাদেশে যত ধরনের ‘অপরাধ’ তার প্রায় সবকটিই সে করেছে ইতমধ্যে!  বাকি যদি আরও কিছু থেকে থাকে তাহলে সেটাও করবে সে এমনটাই নাকি প্রকাশ্যেই বলে বেড়াতো ভূমি দস্যু খ্যাত ময়মনসিংহ জেলার খাগডহর ইউনিয়নের  এই সন্ত্রাসী।

পুরো এলাকাজুড়ে এমন খুব কম মানুষ আছেন যারা  এই সন্ত্রাসী বাহিনীর ত্রাসের শিকার হয়নি,  এমনটাই দাবী এলাকাবাসীর।কোন না কোনভাবে প্রায় সবাই হয়রানীর শিকার হয়েছেন এই  বাহিনীর কাছে।

সন্ত্রাসী কর্মকান্ডের শিকার হয়েও ভয়ে মুখ খুলতেননা অনেকেই। অবশেষে এলাকার মানুষ টেক্কা নজরুল ও তার বাহিনীর লোকজনকে গ্রেফতারের দাবীতে প্রায়  গণস্বাক্ষর করে ও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দেয় এবং বিভিন্ন লিফলেট ও পোষ্টার ছাপায়।

এরপরই বেশ কিছুদিন পুলিশের ধরা-ছোয়ার বাইরে আত্মগোপনে চলে যায় টেকা নজরুল বাহিনী। তবে আত্মগোপনে থেকেও তার বিরুদ্ধে গনসাক্ষরকারীদের নিয়মিত হুমকি ধামকি দিয়ে আসছিলো বলেও অভিযোগ ছিলো।

শেষ অবধি কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুন্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী এবং চাঁদাবাজ নজরুল বাহিনীর প্রধান নজরুল ওরফে টেক্কা নজরুলকে গ্রেফতার করে র‍্যাব।
এসময় তার কাছে সন্ত্রাসী কাজে ব্যবহ্নত ১ টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন ও একটি রামদা পাওয়া যায়

র‍্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় খুনের মামলাসহ একাধিক মামলা ও জিডি রয়েছে। তার সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী সবসময় আতংকিত থাকতো। এসকল ব্যাপারে সম্প্রতি জেলা পুলিশ সুপার, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নসহ বিভিন্ন দপ্তরে স্থানীয় লোকজন অভিযোগ দায়ের করে এবং পূর্বেও তাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করা হয়।

একনজরে টেকা নজরুলের ভয়ানক অপরাধ চিত্র

২০১৩ সালের জানুয়ারি মাসে ভূমি দখল করতে গিয়ে টেক্কা নজরুল ভূমি মালিকদের অমানুষিক নির্যাতন করে ভাংচুর ও চুরি করে এবং সে ২০১৩ সালে মে মাসে একটি খুন করে।

২০১৫ সালে একটি জমি দখল করতে গিয়ে দ্রুত বিচার মামলাসহ তিনটি মামলার আসামী হয়। এর মধ্যে দুটি দ্রুত বিচার আইনে মামলা আছে। তার বাহিনীর কাছে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র রয়েছে বলে জানা যায়। এই দলের সদস্য সংখ্যা হচ্ছে ১৫/১৬ জন। এদের মধ্যে উল্লেযোগ্য হচ্ছে সাইদুল, লালচান, কানন, ইকবাল, মিলন, মোতালেব, তাজু, রিপনসহ অনেকে।

এলাকা বাসী জানিয়েছে টেক্কা নজরুল যেকোন বিবাদমান ভূমি মালিকদের পক্ষ নিয়ে জবরদখল, বাড়িঘর নির্মাণ ও যাবতীয় আধিপত্য ও ঠিকাদারী নিয়ে থাকে। এ জন্য যেকোন সন্ত্রাসী কার্যক্রম চালাতে সে পিছপা হয় না। এ ছাড়াও ময়মনসিংহের সিএসড খাদ্য কর্মকর্তাকে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

টেক্কা নজরুলের অত্যাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজী ও অন্যান্য অত্যাচারের কারণে নিরীহ সাধারন মানুষ বিচারের দাবীতে সোচ্চার ছিলেন এতদিন। স্থানীয় কজন ভুক্তভোগী সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘ নির্দিষ্ট ভাবে কোন ব্যক্তির একক ভাবে টেক্কা নজরুলের বিরুদ্ধে কথা বলা, মুখ খোলা ও বিচার দাবী করার মতো সাহস নেই।’

অপরাধের ফিরিস্তি বর্ননায় স্থানীয় ব্যবসায়ী রাজ্জাক মিয়া সময়ের কণ্ঠস্বরকে জানান, এলাকার  বৌ-ঝিরা ইজ্জত হানি, শ্লীলতাহানি ও ধর্ষনের শিকার হলেও থানায় কিংবা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে সাহস পায় না। এর মধ্যে খুন, সরকারী কর্মকর্তাদের মারধর, চাঁদাবাজী ও ভূমি দখলের ঘটনা রয়েছে।  র‌্যাবের হাতে ধৃত হওয়ার ফলে এলাকায় জনগণের মনে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান তিনি ।

সারাদেশে র‍্যাবের যত অভিযান

ফটিকছড়িতে র‌্যাবের অভিযানে  বিপুল পরিমান অস্ত্রসহ গ্রেফতার এক যুবক

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আজাদী বাজার এলাকা থেকে বিপুল পরিমান অস্ত্রসহ গ্রেফতার এক যুবককে আটক করেছে র‍্যাবের অভিযানিক একটি দল ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ জানিয়েছে, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ধর্মপুর আজাদী বাজার এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন ২০১৭ তারিখ বিকেল ৫ টার সময় র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে একে-২২ এসএমজি, ২টি ওয়ানশুটার গান এবং ১৩টি রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।

আটক সন্ত্রাসীর নাম মোঃ শাহনেয়াজ কাওছার (২৮), পিতা- মোঃ সালাম, গ্রাম-ধর্মপুর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম।

র‌্যাবের অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন এলাকা থেকে ৯৮১ বোতল ফেন্সিডিল এবং ১ টি মাইক্রোবাসসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১০ জুন বিকেল ৫ টার দিকে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল চট্টগ্রাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন উত্তর রহমত নগর বড় দারোগার হাট বাজারের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থাপিত ওজন স্কেল কন্ট্রোল স্টেশনের সামনে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ( রেজিঃ নং- ঢাকা মেট্রো- চ, ১১-৯৫৮০) আটক করে।

এসময় মাইক্রোবাসে থাকা মাদক ব্যবসায়ী মোঃ হারুন (২৯), পিতা- মুছা মিয়া, মোঃ এরশাদ (২২), পিতা- আবুল কালামকে ৯৮১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ০৭ লক্ষ ৮৮ হাজার ৮০০ টাকা। গ্রেফতারকৃত দুজনেরই ঠিকানা গ্রাম- গেড়ামারা চতুরুয়া (মুছা মিয়ার বাড়ী), থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম।

র‌্যাব-১২’র অভিযানে প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার আসামী রোমেল গ্রেফতার

র‌্যাব-১২, এর একটি আভিযানিক দল গত ৯ জুন ২০১৭ সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন সিরাজগঞ্জ রোড থেকে নলকা মহাসড়ক সংলগ্ন পাঁচলিয়া বাজারস্থ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলা মামলায় এজাহারনামীয় ২ নং এবং ওয়ারেন্টভুক্ত আসামী খালিদ মঞ্জুর রোমেল (৩৮)কে গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় তার ‘অপরাধ’ স্বীকার করেছে বলে জানায় র‍্যাব ১২।

আটক রোমেলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গত ২০০২ সালের ৩০ আগষ্ট কলারোয়া উপজেলার এক মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতাল থেকে তাকে দেখে গাড়ির বহর নিয়ে তিনি যশোর যাচ্ছিলেন। গাড়িটি সাতক্ষীরা -যশোর সড়কের কলারোয়া উপজেলা সদরের বিএনপি পার্টি অফিসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে মামলার অন্যতম প্রধান আসামি হাবিবুর রহমানের নির্দেশে অন্যান্য আসামিরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি বহরে গুলি চালায়।

একই সাথে তাকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ সময় সাবেক এমপি মুজিবুর রহমান ও কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামী ছিলেন খালিদ মঞ্জুর রোমেল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাবের অভিযানে গাজীপুর হত্যাসহ ১৭ টি মামলার আসামী বিদেশী পিস্তলসহ গ্রেফতার

গত ০৬ জুন ২০১৭ ইং তারিখ ১৭৩৫ ঘটিকার সময় র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিকনিক স্পট স্প্রীং ভেলী এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আনুমানিক ১৭৫০ ঘটিকার সময়¡ আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান চালায়। আভিযানিক দলটি পিকনিক স্পট স্প্রীং ভেলী পৌঁছামাত্র ০১ জন লোক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্প্রীং ভেলীর দক্ষিণ দিকের দ্বিতল ভবনের নীচ তলার ০২ নং কক্ষের দরজার সামনে হতে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় আসামী আইয়ুব আলী খাঁন (৩০), পিতা- সিরাজ খাঁন, সাং-কাথোরা, পোষ্ট- সালনা বাজার, থানা-জয়দেবপুর, জেলা- গাজীপুর’কে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, অস্ত্রটি তার নিজের এবং উক্ত অস্ত্রের বৈধতা সম্পর্কে সে কোন সন্তোষজনক উত্তর দিতে পারে নাই। স্থানীয়ভাবে জানা যায়, উক্ত আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী, সে ও তার দল জয়দেবপুর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামী আইয়ুব আলী খাঁন এর নামে জয়দেবপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি, চুরি, ছিনতাই, সরকারী কাজে বাধাদানসহ মোট ১৭ টি মামলা রয়েছে। বর্তমানে তার ঘনিষ্ট সহযোগী সাইদুর ও জসিমসহ অন্যান্য সহযোগীদের’কে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

র‌্যাবের অভিযানে রাজধানীর হাজারীবাগ থেকে আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

র‍্যাবের বিজ্ঞপ্তি-
হাজারীবাগ থানাধীন কোম্পানী ঘাটস্থ ম্যাটাডোর কোম্পানীর সামনে বেরিবাধ এলাকায় একাধিক ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আন্তঃ জেলা ডাকাত দলের ০৭-০৮ জন সদস্য একত্রে জমায়েত হয়ে শলাপরামর্শ করছে।

গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ জুন ২০১৭ তারিখ আনুমানিক ০৩:৩০ ঘটিকার সময় র‌্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানাধীন কোম্পানী ঘাটস্থ ম্যাটাডোর কোম্পানীর সামনে বেরিবাধ এলাকা হতে একাধিক ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য (১) আফজাল হোসেন (৪৫), পিতা-মৃত শফিউদ্দিন আঃ সাত্তার শেখ  শফিজউদ্দিন, সাং-বাতাগ্রাম, থানা-সালথা, জেলা-ফরিদপুর। এ/পি-আয়নল মাতব্বর এর বাসায় ভাড়াটিয়া, ঝাউলাহাটি, কামরাঙ্গীচর, ডিএমপি, ঢাকা (২) মোঃ সায়েদ মোল্লা সায়েম সায়েদুল (৫৫), পিতা-মৃত রতন মোল্লা, সাং-জাঙ্গাল পাশা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর (৩) নুরু মিয়া নুরু মাদবর (৪০), পিতা-মৃত আমজাদ মাদবর, সাং-মিয়াপাড়া, থানা- ভাংগা, জেলা ফরিদপুর (৪) মোঃ শান্ত মিয়া  আসাদুজ্জামান (৩১), পিতা-মৃত হিরু মিয়া, সাং-মধ্য জগদিয়া, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুরদেরকে গ্রেফতার করে। আটককৃত ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। তাহাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ডাকাতি মামলা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ