ঈদের আগে জুন মাসের বেতন পরিশোধ করতে হবে

তৈরি পোশাক শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের ঈদের আগে জুন মাসের বেতন এবং ২১ রোজার মধ্যে ঈদ বোনাস দিতে হবে।
রোববার সচিবালয়ে অনুষ্ঠিত তৈরি পোশাক শিল্পের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কোর কমিটি’র সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাশেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন,‘রোজার ঈদের আগেই শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ এবং ১৫ থেকে ২১ রোজার মধ্যে ঈদ বোনাস দিতে মালিকদের অনুরোধ করা হয়েছে।একইসাথে রমজান মাসে কোন শ্রমিক ছাড়াই না করতে বলেছি।’
এছাড়া গতবছরের ন্যায় এবারও যানজট এড়াতে ঈদের আগে ধাপে ধাপে কারখানা ছুটি দিতে বলা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে এবার ৬ অথবা ৭ জুন রোজা শুরু হতে পারে। তার এক মাস পর হবে রোজার ঈদ।
প্রতিমন্ত্রী বলেন,‘আমরা চাই মালিক-শ্রমিক সবাই যেন আনন্দের সাথে ঈদ করতে পারে।এজন্য ঈদের ছুটিতে যাওয়ার আগে সব শ্রমিকের বেতন পরিশোধের কথা বলেছি।’পাশাপাশি ঈদের দিন জরুরী প্রয়োছন ছাড়া কারখানা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।
সভায় শ্রম সচিব মিকাইল শিপার,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ ছাড়াও বিভিন্ন শ্রমিক এবং বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন