ঈদের দিন বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মঙ্গলবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে চাঁদ দেখা নিয়ে ঈদুল ফিতরের মতো আগের দিনের দোদুল্যমানতা নেই। আগেই নির্ধারিত হয়েছে ঈদের তারিখ। তবে এবারের ঈদ উদযাপনে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় ঈদের দিন বেলা ১২টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকার বাইরে খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় সেদিন বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, ঈদের দিন সারাদেশে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। হালকা বৃষ্টি সাময়িক সময়ের জন্য হলেও রোদেলা আবহাওয়াই থাকবে বেশি।
এদিকে ঈদ উদযাপনে ইতোমধ্যে অনেকে কোরবানির পশু কিনেছেন। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখনও গ্রামে ছুটছেন মানুষ। মঙ্গলবার মহান আল্লাহ তাআলার উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবেন। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরের সময় আবহাওয়া অধিদফতর জানিয়েছিল ঈদের দিন বৃষ্টি হতে পারে কিন্তু সে দিন বৃষ্টির দেখা পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালায় ফোরজি ইন্টারনেটের সর্বনিম্ন গতিবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন