ঈদের পরিবর্তনে কণা-ইমরানের সঙ্গে গাইলেন শওকত আলী ইমন
জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা এবং ইমরানকে নিয়ে জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন এর আগে অনেক গানই করেছেন। নিজের সুর-সংগীতে তুলে দিয়েছেন চলতি প্রজন্মের এই দু’জন শিল্পীর কণ্ঠে।
তারই শেষ উদাহরণ হিসেবে উঠে এসেছে ‘দিল দিল’ গানটির ব্যাপক সফলতা। শাকিব-বুবলির ‘বসগিরি’ ছবির এই গানটি মাত্র ছয় মাসে কোটিবার দেখা হয়েছে ইউটিউবে।
সেই সফলতার ধারাবাহিকতায় আসছে ঈদ আনন্দকে রাঙাতে এই তিন তারকা আবারও এক হয়েছে একটি বিশেষ গানে। তবে এবার আর শওকত আলী ইমন সংগীত পরিচালকের ভূমিকায় নেই। কণা-ইমরানের সঙ্গে তিনিও কণ্ঠ মিলিয়েছেন গানটিতে। ‘আমি অবাক হয়ে যাই’ শিরোনামের বিশেষ এই গানটি লিখেছেন সাংবাদিক মাহমুদ মানজুর। যা বিশেষভাবে তৈরি হয়েছে বিটিভি’র ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’র জন্য।
‘পরিবর্তন’র পরিকল্পক-উপস্থাপক আনজাম মাসুদ জানান, চমকে ভরা বিশেষ এই গানটিতেও চমক রয়েছে। এতে তিন তারকার কণ্ঠ দেওয়া ছাড়াও গানটির সুর তৈরি করেছেন আরেক প্রতিভাবান কণ্ঠশিল্পী সুজন আরিফ আর সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এক গানে জনপ্রিয় এত তারকার সম্মিলন এর আগে খুব একটা ঘটেনি। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’
গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘সারাজীবন অন্যদের জন্য গান তৈরি করেই কাটিয়েছি। নিজের জন্য খুব বেশি গান তৈরির সময় পাইনি। আর নিজে সুরকার বলে অন্য সুরকারদের কাছেও কণ্ঠশিল্পীর মূল্যায়নটা পাইনি! তবে এই বিশেষ গানটিতে কণ্ঠশিল্পী হিসেবে অংশ নিতে পেরে দারুণ লেগেছে। গানটি অসাধারণ হয়েছে। আমরা সবাই প্রাণখুলে গেয়েছি। আরিফ আর রুমিও গানটির সুর-সংগীত অসাধারণ করেছে। অন্যের সুর-সংগীতে এটা আমার জীবনের প্রথম গান।’
আনজাম মাসুদ জানান, বিশেষ এই গানটি ছাড়াও এবারের ‘পরিবর্তন’-এ থাকছে এমন আরও অনেক চমক। পর্বটি প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন