ঈদের বাজার করা হলো না শিশুটির
রাজশাহীতে মা-বাবার সঙ্গে ঈদের বাজার করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে দুই বছরের এক শিশু মারা গেছে। দুর্ঘটনায় তার বাবাসহ পরিবারের আরও চারজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত শিশুটির নাম শাওন। তার বাবার নাম মজনুর রহমান। বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাপাশিয়া এলাকায়।
এ দুর্ঘটনায় শিশুটির বাবা মজনুর রহমান (৪২), চাচি শাম্মি আক্তার (৪০), চাচাতো বোন সাবিয়া আক্তার (৬) ও আত্মীয় আমিরুল ইসলাম (২৫) আহত হয়েছেন। তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিশুটির আরেক চাচি নাসরিন বেগম জানান, তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে সকালে নগরের সাহেব বাজারে ঈদের কেনাকাটা করতে আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা নগরের চৌদ্দপাই এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে তাঁদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তাঁরা আহত হন। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন