ঈদে আসছে মিমের নতুন বিজ্ঞাপনচিত্র

জনপ্রিয় অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো ইউনিলিভারের পণ্য লাক্সের শুভেচ্ছাদূত হয়েছেন। আর এজন্যই সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রেও অংশ নিয়েছেন তিনি। যা প্রচার করা হবে আসছে ঈদে। বিজ্ঞাপন ছাড়াও কিছুদিন আগে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন মিম।
ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন বাপ্পী। শুভেচ্ছাদূত, নতুন চলচ্চিত্রের কাজের অভিজ্ঞতা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলাপ করেছেন মিম।
প্রশ্ন : ২০০৭ সালে লাক্স সুপারস্টার হয়েছেন। এখন লাক্সের শুভেচ্ছাদূত হয়ে কেমন লাগছে আপনার ?
উত্তর : অনুভূতি তো অবশ্যই ভালো। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপারও। আমাকে লাক্সের পাঁচটি পণ্যের মডেল হতে হবে। এ ছাড়া লাক্সের অনেক প্রচারণামূলক অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে হবে। লাক্সের একটি বিজ্ঞাপনের শুটিংও করেছি গতকাল শনিবার। আজকে আবারও শুটিংয়ে যাচ্ছি। বিজ্ঞাপনটি ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। অনেকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন, বিষয়টা উপভোগ করছি। এদিকে পরশু দিন আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। পরিবারের সবাই আমাকে সঙ্গে যাচ্ছেন। ঈদের পর আমরা ফিরব।
প্রশ্ন : ‘আমি তোমার হতে চাই’ ছবিটিতে কাজ করার অভিজ্ঞতা কেমন হলো?
উত্তর : ছবির শুটিং অনেক ভালো হয়েছে। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে আমরা শুটিং করেছি। এ ছাড়া নেপালেও বেশ কিছু দৃশ্যের শুটিং আমরা করেছি। ছবির গল্পটা চমৎকার। কাজটা করে আমার নিজের অনেক ভালো লেগেছে। ছবিতে বলিউডের রাখি সাওয়ান্ত একটি আইটেম গানে পারফর্ম করেছেন। গানটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার দারুণ লেগেছে। আশা করছি, সবার ভালো লাগবে।
প্রশ্ন : রাখি সাওয়ান্তের সঙ্গে কি আলাপ হয়েছিল?
উত্তর : তেমন আলাপ হয়নি। রাখি সাওয়ান্তের সঙ্গে শুধু কুশল বিনিময় হয়েছিল। আসলে শুটিংয়ে তো আমরা সবাই অনেক ব্যস্ত ছিলাম। তবে ছবিতে তাঁর আইটেম গান হিট হবেই। এটা আমি পরিচালককেও বলেছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন