ঈদে গাড়ি ছাড়ার আগে চালকের লাইসেন্স তল্লাশি
ঈদুলফিতর উপলক্ষে সড়ক পথে দুর্ঘটনা এড়াতে বাস ছাড়ার আগে চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার ডিএমপি কার্যালয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় তিনি একথা জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো বাস হেলপার দিয়ে যেন না চালাতে পারে। সেজন্য টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করা হবে। অতিরিক্ত যাত্রী যেন বহন না করতে পারে এবং ত্রুটিপূর্ণ যানবাহন যেন না চলাচল করতে পারে সেক্ষেত্রেও থাকবে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।’
বাস, লঞ্চ ও রেলওয়ে টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পাশাপাশি কমিউনিটি ট্রাফিক পুলিশি ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে বিভিন্ন টার্মিনালের পুলিশ ফাঁড়িগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। ফুটপাতে, রাস্তার পাশে জনসাধারণের চলাচলে বিঘ্ন হয় এমনভাবে গাড়ি পার্কিং করা যাবে না।’
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌ-পুলিশ ও ডিএমপির উদ্যোগে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যৌথ নৌ-টহল ব্যবস্থা থাকবে। পাশাপাশি সার্বিক মনিটরিং করার জন্য একটি পুলিশ কন্ট্রোলরুম থাকবে। আবহাওয়ার পূর্বাভাস দেখে লঞ্চ ছাড়তে হবে এবং নৌকা দিয়ে যেন কোন যাত্রী লঞ্চে না উঠতে পারে সে বিষয়েও ডিএমপি বিশেষ নজর রাখবে।’
তিনি বলেন, ‘রমজানে ও ঈদুলফিতর উপলক্ষে ঢাকা মহানগরীর ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। মলমপার্টি ও অজ্ঞানপার্টির সদস্যরা যেন কোনো প্রকার অপতৎপরতা চালাতে না পারে সেজন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ পুলিশি ব্যবস্থা থাকবে।’
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ছিনতাই রোধে পুলিশের জিরো টলারেন্স নীতি উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো ব্যক্তি মোবাইলে হুমকি বা চাঁদা দাবি করলে সাথে-সাথে তা পুলিশকে জানাতে হবে। মোবাইলে হুমকি ও চাঁদাবাজি প্রতিরোধে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট তৎপর রয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন