ঈদে ঘরমুখী মানুষের জন্যে রেলের একগুচ্ছ সেবা
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ১২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে রেলওয়ে। বিশেষ ট্রেনসহ অন্যান্য বারের মতো এবারও ঘরমুখী মানুষের জন্যে একগুচ্ছ সেবা দেয়া হচ্ছে।
বিশেষ ট্রেন ব্যবস্থায় ৩০ হাজার যাত্রীসহ আসন্ন ঈদে রেলে ২ লাখ ৬৫ হাজার যাত্রী বহনের সক্ষমতা রয়েছে। তবে আরও অতিরিক্ত ৬০ হাজার যাত্রী বহন করা সম্ভব বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নেয়া পরিকল্পনার কথা জানান তিনি।
সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ঈদের চেয়েও বেশি যাত্রীবাহী কোচ, স্পেশাল ট্রেন ও যে কোনো দুর্যোগ প্রতিরোধে থাকছে বিশেষ ব্যবস্থা। অতিরিক্ত যাত্রী পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে এবারও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হচ্ছে। এ বছর একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন।
‘বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১২ জুন। ফিরতি টিকিট পাওয়া যাবে ১৯ জুন থেকে ২৩ জুন।’
চলবে বিশেষ ট্রেন :
দেওয়ানগঞ্জ স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
চাঁদপুর স্পেশাল-১ : চট্টগ্রাম- চাঁদপুর -চট্টগ্রাম, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
চাঁদপুর স্পেশাল-২ : চট্টগ্রাম- চাঁদপুর -চট্টগ্রাম, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
রাজশাহী স্পেশাল : রাজশাহী-ঢাকা-রাজশাহী, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
পার্বতীপুর স্পেশাল : পার্বতীপর-ঢাকা-পার্বতীপুর, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
সোলাকিয়া স্পেশাল-১ : ভৈরববাজার-কিশোরগঞ্জ- ভৈরববাজার, ঈদের দিন।
সোলাকিয়া স্পেশাল-২: মংমনসিংহ-কিশোরগঞ্জ-মংমনসিংহ, ঈদের দিন।
নতুন ট্রেন পরিচালনা : ঈদের আগেই ১৭ জনু পার্বতীপুর-দিনাজপুর-পঞ্চগড় রুটে একটি আন্তঃনগর শাটল ট্রেন চালু হবে।
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার : ২১ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।
যাওয়ার টিকিট :
১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট। ১৩ জুন বিক্রি হবে ২২, ১৪ জুন ২৩, ১৫ জুন ২৪ এবং ১৬ জুন ২৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হবে। মহিলা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা টিকিট কাউন্টারসহ মোট ২৩ কাউন্টারে টিকিট বিক্রি হবে।
ফিরতি টিকিট :
১৯ জুনের ফিরতি টিকিট বিক্রি হবে ২৮ জুন। আর ২০ জুন ২৯, ২১ জুন ৩০ জুনের ও ২২ জুনে ১ জুলাই এবং ২৩ তারিখে ২ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে।
রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।
যুক্ত হচ্ছে নতুন কোচ :
চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কসপ হতে ৮৬ টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ হতে ৮৯ টি এমজি ও ৩৬ টি বিজি সর্বমোট ১৭১ টি, যার মধ্যে ১৩৫ টি মিটারগেজ ও ৩৬ টি ব্রডগেজ কোচ বহরে যোগ হবে। ১১৬১ টি কোচের সঙ্গে ১৭১ টি কোচ যুক্ত হয়ে কোচ সংখ্যা দাঁড়াবে ১ হাজার ৩৩২ টি।
লোকোমোটিভ সরবরাহ :
ঈদ উপলক্ষে পূর্বাঞ্চল রেলে ১৩টি ও পশ্চিমাঞ্চলে ৮ টি, মোট ২১ টি অতিরিক্ত লোকোমোটিভ বহরে যুক্ত হবে। ঈদ উপলক্ষে ২১ টি এবং বিদ্যমান ২০৮ টি, মোট ২২৯ লোকোমোটিভ সরবরাহ করা হবে।
টিকিট কালোবাজারি প্রতিরোধ :
ঢাকা,ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর,জয়দেবপুর, চট্টগ্রাম, মংমনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে রেলওয় পুলিশ, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা থাকবে।
তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় থাকবে ভ্রাম্যমাণ আদালত।
নাশকতা প্রতিরোধ :
চলন্ত ট্রেন, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরো জোরদার করা হবে।
ছুটি বাতিল :
সুষ্ঠু ও নিরাপদে ট্রেন চলাচলের সুবিধার্থে ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রেলওয়ে কর্মকর্তাদের ২১ থেকে ২৫ জুন সকল প্রকার ছুটি বাতিল করা হবে।
এদিকে ঈদ উপলক্ষে ২৫ ও ২৬ জুন ঢাকা-কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন