মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঈদে ঘরমুখী মানুষের জন্যে রেলের একগুচ্ছ সেবা

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ১২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে রেলওয়ে। বিশেষ ট্রেনসহ অন্যান্য বারের মতো এবারও ঘরমুখী মানুষের জন্যে একগুচ্ছ সেবা দেয়া হচ্ছে।

বিশেষ ট্রেন ব্যবস্থায় ৩০ হাজার যাত্রীসহ আসন্ন ঈদে রেলে ২ লাখ ৬৫ হাজার যাত্রী বহনের সক্ষমতা রয়েছে। তবে আরও অতিরিক্ত ৬০ হাজার যাত্রী বহন করা সম্ভব বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নেয়া পরিকল্পনার কথা জানান তিনি।

সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ঈদের চেয়েও বেশি যাত্রীবাহী কোচ, স্পেশাল ট্রেন ও যে কোনো দুর্যোগ প্রতিরোধে থাকছে বিশেষ ব্যবস্থা। অতিরিক্ত যাত্রী পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে এবারও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হচ্ছে। এ বছর একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন।

‘বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১২ জুন। ফিরতি টিকিট পাওয়া যাবে ১৯ জুন থেকে ২৩ জুন।’

চলবে বিশেষ ট্রেন :
দেওয়ানগঞ্জ স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।

চাঁদপুর স্পেশাল-১ : চট্টগ্রাম- চাঁদপুর -চট্টগ্রাম, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।

চাঁদপুর স্পেশাল-২ : চট্টগ্রাম- চাঁদপুর -চট্টগ্রাম, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।

রাজশাহী স্পেশাল : রাজশাহী-ঢাকা-রাজশাহী, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
পার্বতীপুর স্পেশাল : পার্বতীপর-ঢাকা-পার্বতীপুর, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।

সোলাকিয়া স্পেশাল-১ : ভৈরববাজার-কিশোরগঞ্জ- ভৈরববাজার, ঈদের দিন।

সোলাকিয়া স্পেশাল-২: মংমনসিংহ-কিশোরগঞ্জ-মংমনসিংহ, ঈদের দিন।

নতুন ট্রেন পরিচালনা : ঈদের আগেই ১৭ জনু পার্বতীপুর-দিনাজপুর-পঞ্চগড় রুটে একটি আন্তঃনগর শাটল ট্রেন চালু হবে।

আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার : ২১ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

যাওয়ার টিকিট :
১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট। ১৩ জুন বিক্রি হবে ২২, ১৪ জুন ২৩, ১৫ জুন ২৪ এবং ১৬ জুন ২৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হবে। মহিলা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা টিকিট কাউন্টারসহ মোট ২৩ কাউন্টারে টিকিট বিক্রি হবে।

ফিরতি টিকিট :
১৯ জুনের ফিরতি টিকিট বিক্রি হবে ২৮ জুন। আর ২০ জুন ২৯, ২১ জুন ৩০ জুনের ও ২২ জুনে ১ জুলাই এবং ২৩ তারিখে ২ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে।

রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

যুক্ত হচ্ছে নতুন কোচ :

চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কসপ হতে ৮৬ টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ হতে ৮৯ টি এমজি ও ৩৬ টি বিজি সর্বমোট ১৭১ টি, যার মধ্যে ১৩৫ টি মিটারগেজ ও ৩৬ টি ব্রডগেজ কোচ বহরে যোগ হবে। ১১৬১ টি কোচের সঙ্গে ১৭১ টি কোচ যুক্ত হয়ে কোচ সংখ্যা দাঁড়াবে ১ হাজার ৩৩২ টি।

লোকোমোটিভ সরবরাহ :

ঈদ উপলক্ষে পূর্বাঞ্চল রেলে ১৩টি ও পশ্চিমাঞ্চলে ৮ টি, মোট ২১ টি অতিরিক্ত লোকোমোটিভ বহরে যুক্ত হবে। ঈদ উপলক্ষে ২১ টি এবং বিদ্যমান ২০৮ টি, মোট ২২৯ লোকোমোটিভ সরবরাহ করা হবে।

টিকিট কালোবাজারি প্রতিরোধ :

ঢাকা,ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর,জয়দেবপুর, চট্টগ্রাম, মংমনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে রেলওয় পুলিশ, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা থাকবে।

তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় থাকবে ভ্রাম্যমাণ আদালত।

নাশকতা প্রতিরোধ :
চলন্ত ট্রেন, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরো জোরদার করা হবে।

ছুটি বাতিল :
সুষ্ঠু ও নিরাপদে ট্রেন চলাচলের সুবিধার্থে ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রেলওয়ে কর্মকর্তাদের ২১ থেকে ২৫ জুন সকল প্রকার ছুটি বাতিল করা হবে।

এদিকে ঈদ উপলক্ষে ২৫ ও ২৬ জুন ঢাকা-কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ