ঈদে পোশাক কারখানায় আলাদা দুই দিনের ছুটির পরামর্শ

গাজীপুর প্রতিনিধি : আসন্ন ঈদুল আযহায় যানজট নিরসনের জন্য গাজীপুর ও সাভার অঞ্চলের পোশাক কারখানাগুলো আলাদা দুই দিনে ছুটি মঞ্জুরের জন্য বিজিএমইএ কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে তিনি গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের আলাপকালে এ আহবান জানান।
মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আযহা আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ এ ঈদে সড়কের পাশে কোরবানীর হাট বসে এবং মহাসড়ক দিয়ে ফিটনেসবিহীন পশুবাহী ট্রাক চলাচল করে। এতে যানজট সৃষ্টি হয়। সে কারণে এবার যাতে হাইওয়ের পাশে কোন পশুর হাট না বসে সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ফিটনেসবিহীন গাড়িগুলো উৎস মুখে বন্ধের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিবছর ঈদে পোশাক কারখানাগুলো একসাথে ছুটি হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে। তাই আসন্ন ঈদুল আযহায় যানজট নিরসনের জন্য গাজীপুর ও সাভার অঞ্চলের পোশাক কারখানাগুলো আলাদা দুই দিনে ছুটি মঞ্জুরের জন্য বিজিএমইএ কর্তৃপক্ষকে আহবান করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, জয়দেবপুর-এলেঙ্গা ৪ লেনের প্রকল্প পরিচালক দিলীপ কুমার গুহসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন

মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন