ঈদে বিশ্বজিৎ-টুটুল-বাপ্পার যৌথ অ্যালবাম
দেশের সংগীতাঙ্গনের শীর্ষ তিন তারকা কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার এবং এস আই টুটুল। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবারের মত এই ত্রয়ীর যৌথ অ্যালবাম রিলিজ হতে যাচ্ছে এই ঈদে। শহীদুল্লাহ ফরায়জীর কথা এবং সুমন কল্যানের সুর-সংগীতে অ্যালবামটির নাম দেওয়া হয়েছে ‘ভালোবাসার অনুমোদন’।
অ্যালবামটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘টুটুল-বাপ্পা দুজনেই আমার অসম্ভব পছন্দের শিল্পী। তাদের সঙ্গে এক অ্যালবামে গেয়েছি। আমার ভালো লেগেছে। আশা করছি শ্রোতারা আমাদের গানগুলো পছন্দ করবেন।’
এদিকে অ্যালবামের সুরকার সুমান কল্যান বলেন, ‘তিন জন অসাধারণ শিল্পীকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা হলো এই অ্যালবামের মাধ্যমে। চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে কাজ করতে। হয়তো ভালো লাগবে সবার।’
এই তিন তারকার সঙ্গে অতিথি শিল্পী হিসেবে গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ঐশী এবং নদী। অ্যালবামটি আসছে রোজার ঈদে মুক্তি পাচ্ছে সিডি প্লাস এর ব্যানারে।
অ্যালবামের গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, ‘গান বাজারের সেই জৌলুস তো এখন আর নেই। আমিও তাই বহুদিন গান থেকে নিজেকে গুটিয়ে রেখেছি। তবে এখন মনে হচ্ছে গানে আবার সুবাতাস বইছে। আমিও লিখেছি প্রাণ খুলে। শিল্পীরাও গেয়েছেন অনবদ্য।’
অ্যালবামে স্থান পাওয়া গানগুলোর মধ্যে গ্রহণ, জীবনের কাছে, যদি ভালো না বাসতাম, অভিনন্দন, প্রেমে তোমার প্রভৃতি অন্যতম।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













