ঈদে যানজট কমাতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ
ঈদে মহাসড়কে যানজট ঠেকাতে স্থানীয় প্রশাসনকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রমজানে রাজধানীতে এবং ঈদে বাড়ি ফেরা মানুষের যাতায়ত স্বস্তিদায়ক করতে পরিবহন মালিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।
আসন্ন রমজান এবং ঈদে রাজধানী এবং মহাসড়কে মানুষের চলাচল নির্বিঘ্নে করতে এবার আগেভাগেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বার বার সময় নিয়েও মগবাজার-মৌচাক-রাজারাবাগ-বাংলামোটর এবং শান্তিনগর ফ্লাইওভারের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণ সিটি মেয়র এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
এবারের ঈদে অন্য যে কোনো সময়ের চেয়ে বাড়তি যাত্রী সেবা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানান রেলমন্ত্রী মুজিবুল হক। নারায়ণগঞ্জের ভুলতা ছাড়া মহাসড়কগুলো অন্য সময়ের চেয়ে এবারের ঈদে মানুষের নির্বিঘ্নে চলাচলের উপযোগী রাখা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। কথা বলেন ভাড়া সমন্বয় নিয়ে।
ঈদে মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে ধাপে ধাপে তৈরি পোশাক কারখানা ছুটি দেওয়া, পথে পথে চাঁদাবাজি বন্ধ এবং শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয় সভা থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন
অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২.৬৬%
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি ও মূল্যস্ফীতি উভয়ইবিস্তারিত পড়ুন
গবেষণা: দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে চান ৫৫% তরুণ
দেশের প্রায় ৪২% তরুণ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে বেকারত্বেরবিস্তারিত পড়ুন