ঈদে যানজট নিরসন ও চাঁদাবাজি প্রতিরোধে মহাসড়কে সিসি ক্যামেরা

সাভার প্রতিনিধি : আসন্ন ঈদুল আযহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করা ও চাঁদাবাজি প্রতিরোধে সাভারের মহাসড়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এজন্য ওয়ালটন গ্রুপের সহযোগীতায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড, নবীবনগর বাসষ্ট্যান্ড ও স্মৃতিসৌধ এলাকায় ২০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
শনিবার দুপুরে সাভার মডেল থানার অভ্যর্থনা কেন্দ্রে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, ‘রাজধানী ঢাকার প্রবেশদ্বার আমিন বাজারে ঈদ আসলেই যানজটের সৃষ্টি হয়। এর কারন আমিনবাজারে বিশাল একটি চামড়ার বাজার রয়েছে। প্রতি ঈদেই দেশের বিভিন্ন যায়গা থেকে এখানে কাঁচা চামড়া এনে মজুদ করা হয়। এসময় বিভিন্ন যায়গা থেকে আসা যানবাহনগুলো আমিনবাজার ট্রাক টার্মিনালে ঢুকলেই পাঁচ’শ টাকা করে চাঁদা আদায় করা হতো। যে কারনে যানবাহনের চালকরা চাঁদা দেয়ার ভয়ে মহাসড়কের উপর গাড়ি দাড় করিয়ে চামড়া ফেলে রাখতো।’
তিনি জানান, বিষয়টি প্রশাসনের নজরে আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবার ঈদে প্রতিটি যানবাহনের জন্য ট্রাক টার্মিনালে প্রবেশ ও মালামাল উঠানামা করানো বাবদ ৭৫ টাকা চাঁদা নির্ধারন করে দেওয়া হয়েছে। এছাড়া ঈদের দুই দিন আগে থেকেই ওই টার্মিনালের পুরো জায়গাটি চামড়া ব্যবসায়ীদের জন্য খালি করে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার আরও বলেন, ‘প্রতি বছরের মতো এবারও মহাসড়কের পাশে গরুর হাট নিষিদ্ধ করা হয়েছে। গরু উঠানামা করানোর কারনে কোথাও যেন যাটজটের সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে।’
এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ মাহাবুবুর রহমান, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ, সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন