ঈদে শাকিবের হাফ সেঞ্চুরি !

আসন্ন ঈদকে সামনে রেখে যে শুধু প্রেক্ষাগৃহেই ধুম মাচাবেন শাকিব খান তাই নয় টেলিভিশনেও সমান তালে থাকছেন শাকিব দর্শকদের জন্য। শাকিব খানের প্রায় ৫০টি সিনেমা ঈদে কিছু চ্যানেল প্রচারিত হবে।
বিভিন্ন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় থাকছেই শাকিব। জানা গেছে একুশে টিভি শাকিব খানকে নিয়ে সাজিয়েছেন তাদের চ্যানেলের ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদের সাত দিনে শাকিবের মোট ১৪টি সিনেমা প্রদর্শন করবেন তারা।
অন্যান্য যেসব চ্যানেল ঈদ উপলক্ষে শাকিবের ছবি দেখাবে তা নিচে দেয়া হলো –
গাজী টিভি শাকিব খান ও অনন্ত জলিলের ছবি দিয়ে তাদের ঈদ অনুষ্ঠানমালা সাজিয়েছে। অনন্ত জলিলের মোট তিনটি ও শাকিবের চারটি সিনেমা তারা রেখেছেন তাদের আয়োজনে।
এটিএন বাংলা ঈদে প্রচার করবে শাকিব খান অভিনীত আটটি ছবি।
বৈশাখী টিভিতে থাকছে শাকিবের ছয়টি ছবি।
বাংলাভিশনে চারটি সিনেমা।
এশিয়ান টিভিতে চারটি,
মাছরাঙা টেলিভিশনে তিনটি,
এনটিভিতে তিনটি ও
দেশ টিভিতে দুটি মিলিয়ে মোট ৫০টি সিনেমা।
একুশে টেলিভিশনের অনুষ্ঠানপ্রধান ফারহানা নিশো বলেন, ‘শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় নায়ক। ঈদের সময়টায় দর্শকদের আনন্দ বাড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। বলা যায়, ঈদে ছোট পর্দার দর্শকের জন্য এটা বাড়তি পাওয়া।’
নিশো আরো জানান, গত কয়েক বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সব ছবি থেকে বাছাই করেই তাঁরা ১৪টি ছবি প্রচারের জন্য চূড়ান্ত করেছেন। তা ছাড়া এই চ্যানেলটি সকালের ছবিগুলো বিরতিহীনভাবে প্রচারের সিদ্ধান্তও নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন