ঈদে ৩ স্পেশাল ট্রেন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য তিনটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদের তিন দিন আগে এবং ঈদপরবর্তী সাত দিন ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে ছুটবে বলে রেলের কর্মকর্তারা জানান।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘প্রতিবারই এ ব্যবস্থা করা হয়। চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দেশের প্রায় সবগুলো স্টেশনে এসব ট্রেন চলাচল করবে। কমলাপুর স্টেশন থেকে সকাল এবং রাতে ট্রেনগুলো ছেড়ে যাবে। একই সঙ্গে শোলাকিয়ার জন্যও দুই জোড়া ট্রেন রাখা হয়েছে। এসব ট্রেনের টিকিট স্টেশনে এসে নেওয়া যাবে।’
তিনি আরো বলেন, ‘এ ছাড়া স্টেশন থেকে ঈদের আগে-পরে প্রতিদিন প্রায় ৬০টি ট্রেন ছেড়ে যাবে। প্রায় আধা ঘণ্টা অন্তর ট্রেনগুলো ছেড়ে যাবে। একই সঙ্গে শিডিউল মেনে কীভাবে ট্রেনগুলো স্টেশন ত্যাগ করতে পারবে তারও সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে স্টেশন কর্তৃপক্ষ।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন