`ঈদ উপলক্ষে ৭টি অতিরিক্ত ট্রেন চলবে’
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে যাত্রীদের চলাচলের সুবিধার জন্য অতিরিক্ত সাতটি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
রাজধানীর কমলাপুরে রেলওয়ে স্টেশনে টিকেট বিক্রি পরিদর্শন শেষে মঙ্গলবার সকালে তিনি এ কথা বলেন। এছাড়াও তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্থায়ী ক্যাম্পও পরিদর্শন করেন।
মুজিবুল হক বলেন, ঈদ-উল-আযহার তিনদিন আগে থেকে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হবে। এ সার্ভিস ঈদের পরের সাতদিন পর্যন্ত চলবে।
টিকিট কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, টিকিট কালোবাজারিদের প্রতিহত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ের কর্মকর্তা অথবা কর্মচারী যেই টিকিট কালোবাজারি হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অস্থায়ী ক্যাম্প করেছেন। টিকিট কালোবাজারিদের প্রতিহত করতে তারাও সক্রিয় থাকবে।
টিকিট বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন ট্রেনের আড়াই লাখ টিকিট সারাদেশে বিক্রি হচ্ছে। এর মানে প্রতিদিন আড়াই লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করতে পারছে। আমরা সারাদেশে প্রতিদিন আড়াই লাখ যাত্রীকে যাতায়াতের সুবিধা দিতে পারছি।
আমরা দিন দিন যাত্রী সুবিধা বৃদ্ধি করতে সক্ষম হচ্ছি। ভবিষ্যতে আরও যাত্রী সুবিধা বৃদ্ধি করা হবে বলেও জানান রেলমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন