ঈদ জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোন হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলা, নাশকতার আশঙ্কা বা কোন হুমকি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার বিকালে রাজধানীর নিউমার্কেটে ক্রেতাদের কেনাকাটার নিরাপত্তার খোঁজ খবর নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ দাবি করেন।
গত ঈদে কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা হয়েছে, এবারের ঈদে কোনো ধরনের সন্ত্রাসী হামলার হুমকি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন:আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো সন্ত্রাসী হামলার হুমকি নেই। তবে আমরা নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে কাজ করছি, আমরা বসে নেই, সার্বিক নিরাপত্তার জন্য আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বলেন: আজ আমি বিভিন্ন মার্কেটের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছি। আমি ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি; তারা জানিয়েছেন নিবিঘ্নে তারা ঈদ কেনাকাটা করছেন।
‘প্রতিটি মার্কেটের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মার্কেটে নিরাপত্তার জন্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’
এসময় তিনি আরো বলেন: ঈদে ঢাকা ছেরে যারা বাড়ি যাচ্ছে তাদের ঘর বাড়ি নিরাপদ রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।সারা ঢাকা শহরে টহল পুলিশ, চেকপোস্ট, সাদা পোশাকে পুলিশ ও বিভিন্ন সংস্থার সদস্যরা ঈদের ছুটিতে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মিজানুর রহমান, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেলী ফেরদৌস, উপ-কমিশনার (মিডিয়া) মো: মাসুদুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী ও পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন