উইকিপিডিয়ায় জর্জ বুশের রেকর্ড!
অনলাইনভিত্তিক এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়ার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় ১৫ জানুয়ারি। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে প্রতিষ্ঠানটি। তা হলো প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশিবার সম্পাদিত পাতাসমূহের তালিকা প্রকাশ করেছে। এতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পেজটি এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার সম্পাদিত হয়েছে। জর্জ বুশের পেজটি তৈরির পর থেকে এ পর্যন্ত তা রেকর্ড ৪৫ হাজার ৮৬২ বার সম্পাদিত হয়েছে।
সবচেয়ে বেশিবার সম্পাদিত পাতার প্রথম ১০টি স্থানে বুশসহ রয়েছে লিস্ট অব ডব্লিউডব্লিউই পারসোনেল, যুক্তরাষ্ট্র, উইকিপিডিয়া, মাইকেল জ্যাকসন, ক্যাথলিক চার্চ, লিস্ট অব প্রোগ্রামস ব্রডকাস্ট বাই এবিএস-সিবিএন, যিশু খ্রিস্ট, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, এডলফ হিটলারের পেজটি। এছাড়া ব্রিটনি স্পেয়ার্স, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতের পেজটিও সবচেয়ে বেশিবার সম্পাদিত পাতার তালিকায় রয়েছে।
২০০১ সালের ১৫ জানুয়ারি যাত্রা করে উইকিপিডিয়া। বর্তমানে এ অনলাইন এনসাইক্লোপিডিয়ায় রয়েছে ৩৬ মিলিয়নের বেশি প্রবন্ধ। বর্তমানে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী উইকিপিডিয়ায় কাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন