উইকেটশুন্য মুস্তাফিজ, শুভাগতর ৬ উইকেট

অনেক দিন ধরেই তিনি অফ ফর্মে আছেন। ঘরোয়া লিগে কিংবা জাতীয় দলে একই অবস্থা। ব্যাটে-বলে সুবিধা করে উঠতে পারছিলেন না ময়মনসিংহের এই ক্রিকেটার। এবার সেই খরা কাটল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আজকের ম্যাচে ৬ উইকেট দখল করেছেন তিনি। তার ঘূর্ণিতে প্রথম দিনেই ২৬০ রানে গুটিয়ে গেছে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস।
বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে শুভাগতর ঘূর্ণিতে চাপে পড়ে দক্ষিণাঞ্চল। ৫১ রানের মধ্যে ফিরে যান ৩ টপঅর্ডার ব্যাটসম্যান। ৯১ রানে ৬ উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সেরা বোলার শুভাগত। দুটি করে উইকেট নেন আবু হায়দার ও শরীফউল্লাহ।
অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচ খেলা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ২ ওভার বল করে ৩ রান দিয়ে উইকেটশূন্য। দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪ রান করে মধ্যাঞ্চল। সাদমান ইসলাম ৩ ও আব্দুল মজিদ শূন্য রানে অপরাজিত আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন