উইকেট না পেলেও হায়দরাবাদের জয়ের ‘নায়ক’ মুস্তাফিজই!

গতকাল (বুধবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজুর রহমান। ম্যাচটিতে মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগারও খুব একটা ভালো ছিল না। দিনটিতে তার দুই সতীর্থ ভূবেনেশ্বর কুমার নিয়েছেন ৩টি, হেনরিকস ২টি উইকেট নিয়েছে। কিন্তু তারপরও ম্যাচ সেরা মুস্তাফিজই।
কিন্তু কিভাবে জানতে চান? আসি মুল কথায়। হাই ভোল্টেজ ম্যাচটিতে হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তার ট্রাম্প কার্ড মুস্তাফিজের হাতে বল তুলে দেন ম্যাচের ৬ষ্ট ওভারে। সেই ওভারে তিনি দেন মাত্র ৩ রান। ১৩ নম্বর ওভারটিতে তিনি ১১ রান দিয়ে ফেলেছিলেন।
তারপর ১৭তম ওভারে মুস্তাফিজ যখন বল পান, তখন কিন্তু ম্যাচ ৫০-৫০। এখানেই খেলা ছিল মুস্তাফিজের। মাত্র ৭ রান দেন এই ওভারে। এতে করে কলকাতার ব্যাটসম্যানদের ওপর মারাত্মক চাপ পড়ে যায়। তারা দ্রুত রান নেয়ার কথা ভাবতে বাধ্য হন। আর সে সুযোগটা কাজে লাগান ভুবেনেশ্বর কুমার। কিন্তু পরের ওভারেও মুস্তাফিজ দেন ৭ রান। আর এতেই ভেস্তে যায় কলকাতার ম্যাচটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন