উইকেট নিয়ে ভাবছেন না মাশরাফি

দলের শক্তির জায়গা বুঝে উইকেট তৈরি করার সুবিধা পেয়ে থাকে আয়োজক দেশ। কিন্তু এশিয়া কাপকে সামনে রেখে এমনটা করতে নারাজ বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্পষ্ট জানিয়ে দিলেন, এসব নিয়ে একটুও ভাবছেন না তিনি। নিয়ম অনুযায়ী উইকেট হবে।
রবিবার নিজের দেশের বর্তমান অবস্থা ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অধিনায়ক মাশরাফি। দলের ভালো করাটাই তার কাছে মুখ্য, উইকেট না। তিনি বলেন, ‘এই ধরণের টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) একটা হাত থাকে। আমার বিশ্বাস স্পোর্টিং উইকেটই হবে।’
স্পিন সহায়ক উপমহাদেশে যে পেসাররাও দারুণ খেলতে পারে তারও প্রমাণ দিয়েছে বাংলাদেশ দল। বিগত কয়েকটি সিরিজে বাংলাদেশের পেসাররা তাক লাগিয়ে দিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘স্পোর্টিং উইকেট হলে যে পেসাররা ভালো করতে পারবে না এটা ভুল। হয়তো বা সবার এক সঙ্গে ভালো করা কঠিন। যারা খেলবে সবাই ভালোটা করতে চাইবে, বেশির ভাগ খেলোয়াড় যে দলের ভালো করবে তাদের জেতার সুযোগ বেশি থাকবে।’
এরই মধ্যে বাংলাদেশের মাটিতে পা রেখেছে ভারত ও শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দামামা বাজছে এশিয়া কাপের। আর মাত্র একদিন পরেই মাঠে নামবে এশিয়ার সেরা ক্রিকেট দলগুলো। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এশিয়া কাপ ২০১৬ আসর। এ নিয়ে বাংলাদেশের মাটিতে টানা তৃতীয়বার এই টুর্নামেন্টের আসর বসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন