উইকেট হারিয়ে ধুঁকছে আমিরাত

ব্যাট হাতে সংগ্রহটা খুব বেশি বড় হয়নি। তবে বল হাতে শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে সাত উইকেট হারিয়ে ধুঁকছে আমিরাত। ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভার শেষে আমিরাতের স্কোর: ৫২/৭।
প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়ে যেতে পারত বাংলাদেশ। তাসকিনের দারুণ ডেভিভারিতে পুরোপুরি বিপর্যস্ত হয়ে স্লিপে ক্যাচ দিয়েছিলেন রোহান মুস্তফা। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। তবে প্রথম উইকেটের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। দ্বিতীয় ওভারেই কলিমকে আউট করেছেন আল-আমিন। রোহানকে আউট করার আরেকটি সুযোগ এসেছিল চতুর্থ ওভারে। নিজের বলেই দারুণ এক ফিরতি ক্যাচ নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু শেষমুহূর্তে বলটি মাটি স্পর্শ করায় বেঁচে গিয়েছিলেন রোহান। পরের ওভারে মাশরাফির বলে সেই মুস্তাফিজের হাতেই ক্যাচ দিয়ে ফিরে গেছেন আমিরাতের এই ওপেনার। নিজের পরের ওভারে সাইমান আনোয়ারকেও সাজঘরমুখী করেছেন মাশরাফি। পয়েন্টে দারুণ এক ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ।
অষ্টম ওভারে আমিরাতকে জোড়া ধাক্কা দিয়েছেন মুস্তাফিজ। টানা দুই বলে ফিরিয়েছেন মোহাম্মদ শাহজাদ (১২) ও স্বপ্নীল পাটেলকে (০)।
আর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের ৪৭ ও মাহমুদউল্লাহর ৩৬ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৩৩ রান জমা করেছে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন