উইজডেন ইন্ডিয়া বর্ষসেরা ক্রিকেটার মাশরাফি
উইজডেন ইন্ডিয়ার ২০১৪-১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি ছাড়াও বর্ষসেরা আরও পাঁচ ক্রিকেটার হলেন- রবিচন্দ্রন অশ্বিন (ভারত), বিনয় কুমার (ভারত), ইউনুস খান (পাকিস্তান), ধাম্মিকা প্রসাদ (শ্রীলঙ্কা), ও জো রুট (ইংল্যান্ড)।
২০১৪-১৫ বর্ষে জাতীয় দলের হয়ে পারফরম্যান্সের আলোকে তারা উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।
শুক্রবার জয়পুর সাহিত্য উৎসবে উইজডেন ইন্ডিয়ার ২০১৬ সালের সংস্করণটি প্রকাশ করা হয়। এই সংস্করণের মোড়ক উন্মোচন করেন ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলে ও ফুটবলার বাইচুং ভুটিয়া। প্রকাশনাটি সম্পাদনা করেছেন সুরেশ মেনন।
এই সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন ভারতীয় ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হল অব ফেমে জায়গা পেয়েছেন- বিজয় মার্চেন্ট ও ভগবত চন্দ্রশেখর।
জানিয়ে রাখা ভাল, ‘উইজডেন ইন্ডিয়া’ উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের ভারতীয় সংস্করণ। এশিয়ার ক্রিকেটে এটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত। ২০১৩ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।
উইজডেন ক্রিকেটার অ্যালম্যানাকের সম্পাদকের ভোটে উইজডেন ইন্ডিয়া পুরস্কার দেওয়া হয়। এর জন্য খেলোয়াড়দের আগের বছরের সাফল্যকে প্রধান নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়।
‘উইজডেন ইন্ডিয়া’ পুরস্কার পাওয়া চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি। এর আগে মুমিনুল হক ২০১৫ সালে, মুশফিকুর রহিম ২০১৪ সালে ও সাকিব আল হাসান ২০১৩ সালে এই সম্মাননা পান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন