উইন্ডিজকে ৩৩৮ রানের টার্গেট দিল পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান।
সেদিন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান বাবর আজম। তার ১২০ রানে ভর করে বৃষ্টি আইনে পাকিস্তান জয় পায় ১১১ রানে।
আজ রোববার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। আজও বাবর আজমের ব্যাট হেসেছে। ১২৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জয়ের জন্য ৩৩৮ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
অথচ ৪০ রানেই ২ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। সেখান থেকে বাবর আজম, শোয়েব মালিক ও সরফরাজ আহমদে দলীয় স্কোরকে দ্রুত টেনে নেন। তাতে রান পাহাড়ে ওঠে পাকিস্তান।
ব্যাট হাতে বাবর আজম ছাড়া শোয়েব মালিক ৯০ (৩ চার, ৬ ছক্কা) ও সরফরাজ আহমেদ অপরাজিত ৬০ (৭ চার) করেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জ্যাসন হোল্ডার ও আলজারি যোসেফ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন সুনীল নারিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন