উইলির দুর্দান্ত ক্যাচে সাব্বিরের বিদায়

ডেভিড উইলির দুর্দান্ত ক্যাচে বিদায় নিয়েছেন সাব্বির রহমান।
সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের দেওয়া ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: ১৪ ওভার শেষে বাংলাদেশ ৮২/২।
ব্যাট করছেন ইমরুল কায়েস (৪৩) ও মাহমুদউল্লাহ (৯)।
ফিরে গেছেন সাব্বির রহমান (১৮), তামিম ইকবাল (১৭)।
প্রস্তুতি ম্যাচে করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ওয়ানডেতে ফিরে শুরুটাও দারুণ করেন ইমরুল কায়েস। বাঁহাতি ব্যাটসম্যান রানের খাতাই খোলেন ছক্কা হাঁকিয়ে।
ক্রিস ওকসের করা ইনিংসের তৃতীয় বলটি দারুণ ফ্লিকে গ্যালারিতে নিয়ে ফেলেন ইমরুল। ওই ওভারের শেষ বলে মারেন চার। ৩১০ রান তাড়া করতে নামা বাংলাদেশ প্রথম ওভারে তোলে ১১।
ইনিংসের অষ্টম ওভারে ডেভিড উইলির তৃতীয় বলটিও ডিপ মিডউইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলেন ইমরুল। এই ওভারের শেষ বলে তামিম হাঁকান চার। তখন ৮ ওভারে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪২।
বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত জ্যাক বল। ইনিংসের দশম ও তার প্রথম ওভারের পঞ্চম বলে জেমস ভিন্সকে ক্যাচ দিয়ে ফেরেন তামিম ইকবাল (৩১ বলে ১৭)। উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান। ওভারের শেষ বলে চার মেরে রানের খাতা খোলেন তিন নম্বরে ক্রিজে আসা সাব্বির রহমান।
এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে বেন স্টোকসের সেঞ্চুরি, বেন ডাকেট আর জস বাটলারের ফিফটিতে ৮ উইকেটে ৩০৯ রান করে ইংলিশরা।
১০০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০১ রান করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা স্টোকস। ৩৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন অধিনায়ক বাটলার। অভিষিক্ত ডাকেটের ব্যাট থেকে আসে ৬০ রান।
বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, সাকিব আল হাসান নেন ২টি করে উইকেট। মাশরাফি ১০ ওভারে রান দিয়েছেন ৫২, শফিউল ৯ ওভারে ৫৯, সাকিব ১০ ওভারে ৫৯।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন