উত্তর কোরিয়া ইস্যুতে হোয়াইট হাউসে ‘জরুরি’ বৈঠক

উত্তর কোরিয়া ইস্যুতে হোয়াইট হাউসে বৈঠক ডাকা হয়েছে। বুধবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং প্রতিরক্ষা মন্ত্রী জেমস মেটিসসহ সেনেটের ১শ সদস্য ওই বিশেষ বৈঠকে অংশ নেবেন। বৈঠকে হোয়াইট হাউসের সব সিনেটকে অংশ নিতে বলা হয়েছে।
তবে ওই বৈঠকে কি নিয়ে আলোচনা করা হবে তা বৈঠকের বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষা যুক্তরাষ্ট্র এবং এর প্রতিবেশি দেশগুলোতে হুমকি হিসেবে দেখা দিয়েছে। ক্রমেই উত্তর কোরিয়ার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে উঠছে ওয়াশিংটন।
সব পক্ষকেই নিজেদের সংযত রাখার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়ার প্রধান মিত্র দেশ চীন। রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই দেশটির তরফ থেকে এমন আহ্বান জানানো হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উত্তেজনা যেন না বাড়ে সেজন্য শি জিনপিং সব পক্ষকেই নিজেদের সংযত রাখার আহ্বান জানিয়েছেন।
উত্তর কোরিয়া তাদের সেনা বাহিনী কোরিয়ান পিপলস আর্মির ৮৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে আজ। ওই অনুষ্ঠানে শীতকালীন অনুশীলন অন্তর্ভূক্ত করবে দেশটি। একই সময়ে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। তাদের এই মহড়া চলতি মাসের শেষ নাগাদ পর্যন্ত চলবে। সেনাবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বড় ধরনের সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে উত্তর কোরিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন