উত্তর প্রদেশে নির্বাচনে জয়ের খুশিতে গুলি ছোঁড়ায় নিহত ১ শিশু

ভারতের উত্তর প্রদেশে স্থানীয় এক নির্বাচনে জয়ী হওয়ার আনন্দে শূন্যে গুলি ছোঁড়ায় ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ব্লক প্রধান নির্বাচনের ফল প্রকাশের পর নাফিসা নামে এক বিজয়ী প্রার্থীর সমর্থকরা খুশিতে বন্দুক থেকে গুলি ছুঁড়লে শামি নামে ওই শিশু নিহত হয়।
উত্তর প্রদেশের শামলী জেলার কৈরানা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের সামনেই বন্দুকের গুলি ছোঁড়ার পাশাপাশি নানাভাবে উল্লাস প্রকাশ করে ওই সমর্থকরা।
মিডিয়া সূত্রে প্রকাশ, রোববার সন্ধ্যায় সমাজবাদী পার্টি সমর্থিত বিজয়ী প্রার্থী নাফিসার সমর্থকরা বন্দুক নিয়ে ব্লক কার্যালয়ের সামনের রাস্তায় জড়ো হয়ে বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি ছুঁড়ে উচ্ছ্বাস প্রকাশ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় আধ ঘণ্টা ধরে গুলি ছোঁড়া হয়। এ সময় মায়ের সঙ্গে অটো রিকশা’র মধ্যে বসে থাকা ওই শিশুর বুকে গিয়ে সরাসরি আঘাত করে এক বন্দুকের গুলি। গুরুতর আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন ওই শিশুটির মৃত্যু হয়।
নিহত ওই শিশুর লাশ নিয়ে তার পরিবারের লোকজন এবং স্থানীয় গ্রামবাসীরা কৈরানার পানিপত-খাটিমা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করা হয়।
অন্যদিকে, উত্তর প্রদেশের দেওরিয়া ব্লক প্রধান নির্বাচনে সমাজবাদী পার্টির প্রাথী হেরে যাওয়ায় দলীয় সমর্থকরা তুমুল গোলমাল করে ও সংঘর্ষে লিপ্ত হয়। কয়েক রাউন্ড গুলিও চলে সেখানে। বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে দেয় উত্তেজিত মানুষজন। পুলিশ এবং পিএসি বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে বল প্রয়োগ করে ওই জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন