বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উদীচী বোমা হামলার ১৭ বছর, বিচার না হওয়ায় ক্ষোভ

আজ ৬ মার্চ, যশোরের উদীচী হত্যাযজ্ঞের ১৭তম বার্ষিকী। ১৯৯৯ সালের এই দিন মধ্যরাতে যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় পরপর দুটি বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ১০ জন। আহত হন আড়াই শতাধিক দর্শক, যাদের বেশির ভাগই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন।

নৃশংস এই হত্যাযজ্ঞের ১৭ বছরের ঘাতকদের বিচারের মুখোমুখি করা যায়নি। কারা এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদের মুখোশ উন্মোচনও হয়নি। এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন হামলার শিকার ব্যক্তি ও তাঁদের স্বজনরা।

যশোরের সরকারি কৌঁসুলি (পিপি) রফিকুল ইসলাম পিটু জানান, বর্তমানে এই মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। ২৩ আসামির মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা জামিনে রয়েছেন।

পিপি বলেন, মামলাটির বিচারকাজ দ্রুত যাতে চালু হয়, সে জন্য শিগগির অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তিনি দেখা করবেন।

এদিকে প্রতিবছরের মতো উদীচী ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করতে উদীচীসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

হামলায় দুই পা হারানো নাহিদ বলেন, ‘দুঃসহ যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমরা হামলাকারীদের বিচার দেখতে চাই।’

বোমা হামলায় এক পা হারানো সুকান্ত দাস বলেন, ‘একের পর এক বছর চলে গেছে, কিন্তু উদীচী হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি। প্রকৃত অপরাধীদের শাস্তি চাই। এ জন্য সরকারের আন্তরিকতা প্রয়োজন।’ তিনি বলেন, ‘১৯৯৯ সালে উদীচী ট্র্যাজেডির সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখনো আওয়ামী লীগ ক্ষমতায়। এ সরকারের সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হয়েছে। তাহলে উদীচী ট্র্যাজেডির বিচার কেন বিলম্বিত হচ্ছে? অবিলম্বে বিচার দাবি করছি।’

নিহত নাজমুল হদা তপনের বোন নাজমুস সুলতানা বিউটি বলেন, বর্তমান সরকারের আমলে অনেক বিচার হয়েছে, কিন্তু দীর্ঘদিনেও এ বিচার হচ্ছে না। আমার মা বার্ধক্যে চলে গেছেন, মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তিনি।’

যশোর উদীচীর সভাপতি ডি এম শাহিদুজ্জামান বলেন, ‘সাংস্কৃতিক সংগঠন হিসেবে রাজনৈতিক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করা সম্ভব নয়। তার পরও উদীচী বোমা হামলার বিচার দাবিতে আমরা সোচ্চার আছি। যশোরের মানুষ হত্যাকাণ্ড মেনে নেয়নি। আমরা প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করছি।’

বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তিরা হলেন—নূর ইসলাম, নাজমুল হদা তপন, সন্ধ্যা রানী ঘোষ, ইলিয়াস মুন্সী, শাহ আলম বাবুল, বাবুল সূত্রধর, শাহ আলম, বুলু, রতন রায় ও রামকৃষ্ণ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ