উদ্দাম পার্টি শেষে ফেরার পথে দুর্ঘটনা, মডেল নিহত

রাতভর উদ্দাম পার্টি। শেষ রাতে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে ঘটল দুর্ঘটনা। আর এ দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার বিখ্যাত মডেল ও টিভি উপস্থাপিকা সোনিকা সিং চৌহান।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোনিকার সঙ্গে থাকা অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও। দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন বলে সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণ পর বিক্রম ও সোনিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় মডেল সোনিকা চৌহানকে। আর বিক্রম এখনো হাসপাতালে ভর্তি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ গতিতে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাড়িটি ফুটপাতে উঠে যায়। তারপর সেটি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের চাকা দুমড়েমুচড়ে গিয়েছে।
দুর্ঘটনার পর গাড়ির ভেতরেই আটকে পড়েন বিক্রম ও সোনিকা। শব্দ শুনে ছুটে এসে স্থানীয় জনতা উদ্ধার করেন দুজনকেই। সোনিকা যেদিকে বসেছিলেন, সেদিকেই গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর মাথাসহ শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে।
এদিকে পুলিশ জানিয়েছে, শহরের একটি দামী হোটেলে রাতের পার্টিতে ছিলেন সোনিকা ও বিক্রম। সেই পার্টিতে তাঁরা মদ্যপান করেছিলেন বলে তথ্য মিলেছে। মদ্যপান করার পর প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পাশাপাশি বিক্রমের রক্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
এরই মধ্যে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বিক্রমের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন