উদ্ধার অভিযানে ছয় সন্ত্রাসী নিহত : এএফপি

রাজধানীর গুলশানের রেস্তোরাঁ হলি আর্টিসান বেকারিতে জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাশিদুল হাসান এএফপিকে বলেন, ‘উদ্ধার অভিযান শেষ। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কমান্ডার তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, অভিযানে কয়েকজন হতাহত হয়েছে। তাদের মধ্যে ছয় জিম্মিকারী রয়েছে।
ভারতের টেলিভিশন চ্যানেল টাইমস নাউকে তুহিন মাসুদ বলেন, ‘আমরা ছয় সন্ত্রাসীকে গুলি করেছি। রেস্তোরাঁর মূল যে জায়গাটি তারা দখলে নিয়েছিল, সেটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।’
র্যাবের এ কর্মকর্তা টাইমস নাউকে আরো বলেন, ১৩ জিম্মিকে উদ্ধার করা হয়েছে।
‘এদের (জিম্মি) মধ্যে তিনজন বিদেশি। ১০ জন বাংলাদেশি নাগরিক’, বলেন তুহিন।
গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল বন্দুকধারী গুলশানের রেস্তোরাঁটিতে হামলা চালায়। তারা কমপক্ষে ২০ জনকে জিম্মি করে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যায়।
খোঁজ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ওই রেস্তোরাঁর কাছে গুলি সন্ত্রাসীদের গুলি চালায় ও বোমা ছোড়ে। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন