উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ মডেলের নগ্ন নৃত্য!

সাম্বা নাচের দেশ বলে কথা। এবার অলিম্পিকে তাই একটি রীতি ভাঙ্গতে যাচ্ছে ব্রাজিল। মারাকানায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে নগ্ন হয়ে নাচবেন প্রায় একশো জন ব্রাজিলিয়ান মডেল!
এমনটাই জানাচ্ছেন এক রিও’র এক আয়োজক কর্মকরতা। তিনি বলেন, ‘রিও মানেই সাম্বার শহর৷ তাই এবার উদ্বোধেন বেশ কিছুটা সময় সাম্বা নাচের জন্য বরাদ্দ করা হয়েছে৷ আর সাম্বার মূল আকর্ষণই হল নগ্নতা৷ তাই সাম্বা নাচবেন যে মডেলরা, তাঁদের শরীরের প্রায় পুরোটাই দেখা যাবে৷’ তবে বিশেষ ধরণের পাতলা একটা পোষাক অবশ্য থাকবে৷ কিন্তু তার মধ্য দিয়ে পুরো শরীরের প্রায় পুরোটাই দেখা যাবে।
এদিকে ব্রাজিলের বিখ্যাত মডেল গিসেলে বুন্দচেন জানিয়েছেন, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নগ্ন হতে তাঁর কোনও আপত্তি নেই। এর আগেও পেশার তাগিদে তিনি বহুবার নগ্ন হয়েছেন। সেক্ষেত্রে দেশের স্বার্থে এমন এক ঐতিহ্যের জন্য তিনি ফের নগ্ন হতে প্রস্তুত।
শোনা যাচ্ছে, বুন্দচেন-সহ অনেক মডেলই সাম্বা নাচ চলাকালীনই সমস্ত পোশাক খুলে ফেলবেন। তবে তা কয়েক সেকেন্ডের জন্য। মায়াবি আলোয়া মোড়া থাকবে উদ্বোধনী মঞ্চ৷ আর সাম্বার তালে নগ্ন নাচ৷ এবং যদি সেটা হয় তাহলে কিন্তু তা অলিম্পিকের ইতিহাসে ব্যতিক্রমী বলেই চিহ্নিত হবে৷
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন