উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি ভবন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের উদ্বোধন করেছেন। রোববার সকাল পৌনে ১০ টায় বারিধারার কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবন ছাড়াও এম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এম্বুলেন্সটি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ব্যবহৃত হবে।
এছাড়া দূতাবাস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এসময় মোদির সফরসঙ্গী ছাড়াও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মোদি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা গ্রহণের পর রাষ্ট্রপতির সঙ্গেই মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন তিনি। বিকেলে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।
সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি। পরে রাতেই নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ভারতীয় প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন