উনিশে উনিশ!
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর উইকেট দিয়েই জানা যাচ্ছে মেহেদী হাসান মিরাজের বয়স। পাঁচদিন আগেই পূর্ণ করেছিলেন ১৯ বছর। আর মাত্র দুটি টেস্ট খেলে মিরাজের উইকেট সংখ্যাও দাঁড়িয়েছে ১৯। মুস্তাফিজুর রহমানের পর শোরগোল তুলে বিশ্বক্রিকেটে আবির্ভাব ঘটল মিরাজেরও।
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবেই অবশ্য নিজেকে চিনিয়েছিলেন মিরাজ। তাঁর নেতৃত্বে এ বছর বাংলাদেশ খেলেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। তখন থেকেই মিরাজের নামটা ঘুরছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। জাতীয় দলে ডাক পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি তরুণ এই ক্রিকেটারকে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নির্বাচকদের আস্থার প্রতিদানটাও তিনি দিলেন দারুণভাবে।
অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই মিরাজ পেয়েছিলেন ছয় উইকেট। গড়েছিলেন অভিষেকে সবচেয়ে কম বয়সে ছয় উইকেট নেওয়ার বাংলাদেশি রেকর্ড। অভিষেকের দিনে মিরাজের বয়স ছিল ১৮ বছর ৩৬১ দিন। এর আগে ২১ বছর ১০০ দিন বয়সে অভিষেকে ছয় উইকেট নিয়েছিলেন সোহাগ গাজী। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে অবশ্য খুব বেশি জ্বলে উঠতে পারেননি ডানহাতি এই অফস্পিনার। পেয়েছিলেন মাত্র একটি উইকেট। জয়ের খুব কাছাকাছি গিয়েও মাত্র ২২ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিজেকে আরো ভালোভাবে চিনিয়েছেন মিরাজ। দুই ইনিংসেই নিয়েছেন ছয়টি করে উইকেট। এখানেও তিনি গড়েছেন নতুন এক রেকর্ড। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম সময়ের মধ্যে পেয়েছেন এক ম্যাচে ১০ উইকেট। এর আগে এনামুল হক জুনিয়র এক টেস্টে ১০ উইকেট পেয়েছিলেন নিজের পঞ্চম টেস্টে। বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসানকে ১০ উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৩৬তম টেস্টের জন্য।
মিরাজ বাংলাদেশের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন অলরাউন্ডার হিসেবে। বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখালেও ব্যাট হাতে নজর কাড়তে পারেননি এই তরুণ ক্রিকেটার। চার ইনিংসে করেছেন মাত্র পাঁচ রান। আগামীতে ব্যাটসম্যান মিরাজকে দেখার অপেক্ষাতেই হয়তো থাকবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন