সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উন্নত দেশ গড়ার জন্য আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আত্মবিশ্বাস ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করার জন্য তাঁর দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘দারিদ্র্য মুক্ত, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তাই সবাইকে আত্মবিশ্বাস এবং দেশপ্রেম নিয়ে সততা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের বিগত ৬ মাসের অগ্রগতি পর্যালোচনামূলক সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, বৈঠকে আশ্রয়ন প্রকল্প, বিনিয়োগ বোর্ড, অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষ, রপ্তানী প্রক্রিয়াকরণ জোনসহ বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্পসমূহের গত ৬ মাসের কর্মকান্ড পর্যালোচনা করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী চলমান প্রকল্প সমূহ সফলভাবে দ্রুত সম্পন্ন করার মাধ্যমে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার আহবান জানান।
দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ক্ষেত্রে তাঁর সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধুমাত্র শহরে নয়, দেশের গ্রাম-গঞ্জ থেকেও দারিদ্র্য দূর করতে হবে।

দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সকলের আবাসন সুবিধা নিশ্চিত করতেই তাঁর সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা চাই এদেশে একজনও গৃহহীন থাকবে না। আর কেউ কুড়ে ঘরেও বাস করবে না।’
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সকল প্রতিকূলতা মোকাবেলা করেই সরকার এ লক্ষ্যে একের পর এক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের নানা সাফল্য তুলে ধরে কর্মসংস্থান সৃষ্টিসহ সহজ শর্তে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদানের তথ্যও তুলে ধরেন।

দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা শুধু দেশকে স্বাধীনতাই এনে দেননি, তিনি মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্যও বিভিন্ন প্রকল্পের সূচনা করে গেছেন।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তাঁর সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।’ এর মাধ্যমে মানুষের ন্যূনতম চাহিদার জোগান দেয়াও তাঁর সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বাংলাদেশকে ২০২১ সাল নাগাদ মধ্য আয়ের দেশে পরিণত করতে ইতোমধ্যেই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে জনগণের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়ে এক হাজার ৩১৬ ডলার হয়েছে। একইসঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কারণে গত ৭ বছরে গড়ে সাড়ে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সফলভাবে মূল্যাস্ফীতি নিয়ন্ত্রণে রেখে উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে।

তিনি উপজেলা পর্যায়ে অবকাঠামো উন্নয়নের জন্য তাঁর সরকারের গৃহীত মাষ্টার প্লান যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের ভৌগলিক অবস্থানকে খুবই গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে পূর্ব এবং পশ্চিমের দেশগুলোর সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) ‘মটর ভেহিকেল এগ্রিমেন্ট’ এবং বিসিআইএম (বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমার) অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠায় তাঁর সরকারের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বৈঠকে তাঁর দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীকে বৈঠকে জানানো হয়, আশ্রায়ণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১হাজার ৭৪৫ কোটি টাকা ব্যয়ে ১,৩৯,১৮৮ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। একইসঙ্গে এ পর্যন্ত ৬৩০টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে আরো জানান, এখনও দেশে দুই লাখ ৬৮ হাজার পরিবার অতি দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।

প্রধানমন্ত্রী এসব হতদরিদ্র পরিবারকে দারিদ্র্যের শৃংখল থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে

নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে

নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত

নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন

  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
  • মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা