শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উন্নয়নে আমরা একে অপরের অংশীদার: ভারতীয় হাই কমিশনার

উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ-ভারত একে অপরের অংশীদার বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বুধবার ঢাকার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে এক ব্ক্তৃতায় তিনি একথা বলেন।

শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক আজকে সফলতার নমুনা হয়ে দাঁড়িয়েছে। অন্য প্রতিবেশীদের সঙ্গেও আমরা এটা করতে চাই।’

তবে এটা কেবল ‘শুরু’ মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের অনেক দূর পাড়ি দিতে হবে। আমরা একসঙ্গে কাজ করে যেতে পারলে আমরা এই অঞ্চলকে প্রবৃদ্ধি ও উন্নয়নের মডেলে রূপান্তর করতে পারব।’

শ্রিংলা জানান, জাতিসংঘে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের জন্য মতৈক্য তৈরিতে ভারত চেষ্টা করে যাচ্ছে। জঙ্গিদের অস্ত্র সরবরাহ বন্ধ, তাদের চলাচল বাধা তৈরি, জঙ্গিদের অর্থায়ন আটকে দেওয়া, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসীদের পদচারণা সীমিত করে সাইবার জগতকে নিরাপদ করতে ভারত সবার প্রতি আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, ‘এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে বাংলাদেশও; তারা আমাদের সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ অংশীদার।’

শ্রিংলা বলেন, ‘ভারতের পররাষ্ট্রনীতি হচ্ছে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা; যার মাধ্যমে উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া সহজ হবে। আমাদের অ্যাক্ট ইস্ট পলিসির লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এই পলিসিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।’

ভারতের পাঁচ রাজ্যের সঙ্গে সীমান্ত থাকায় বাংলাদেশ ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ‘আন্তর্জাতিক গেটওয়ে’ হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন ভারতের হাই কমিশনার।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত-বাংলাদেশের সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সব দেশের পররাষ্ট্র নীতিরই অন্যতম প্রধান লক্ষ্য। যদি ভারত ও বাংলাদেশ এই খাতে সহযোগিতায় সর্বোচ্চ নজর দেয়, তাহলে আমরা এ অঞ্চল বদলে দিতে পারব। একসঙ্গে কাজ করলে আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে চট্টগ্রামে একটি এলপিজি টার্মিনাল নির্মাণে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আন্তঃসীমান্ত ডিজেল পাইপলাইন বসানোর বিষয়ে এখন দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

দুই দেশের জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে নবায়নযোগ্য ও বেসামরিক পরমাণু শক্তিও ‘গুরুত্বপূর্ণ নিয়ামক’ হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র