উপেক্ষিত নাসিরের দিকে বিসিবির নজর
গত কয়েকটি সিরিজে জাতীয় দলে জায়গা করে নিলেও মূল একাদশে ঠাঁই হচ্ছে না অলরাউন্ডার নাসির হোসেনের। উপেক্ষিত এ ক্রিকেটার সুযোগ পেলেই পারফরম করে যাচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রয়োজনীয় সময়ে ৪৫ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তাই আগামী সিরিজে নাসিরের উপর বিশেষ দৃষ্টি থাকবে বলে জানান বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
০৪ অক্টোবর মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে নাসির প্রসঙ্গে সাংবাদিকদের নান্নু বলেন, ‘নাসিরের দিকে অবশ্যই নজরে থাকবে। যে কোনো খেলা আপনি যেখানেই খেলেন, প্রস্তুতি ম্যাচ হোক আর আন্তর্জাতিক ম্যাচ হোক- সব গণনার মধ্যে থাকে। ব্যাটসম্যান যতো রান করবে ততো আত্মবিশ্বাস বাড়বে এবং বোলার যতো উইকেট নেবে ততো আত্মবিশ্বাস বাড়বে পরের ম্যাচের জন্য।’
গত কয়েক সিরিজে নাসিরকে দলে রাখা হলেও রাখা হয়নি মূল একাদশে। নাসিরকে দলের জন্য গুরুত্বপূর্ণ না মনে করলে কেন তাকে দলে রাখা হচ্ছে জানতে চাইলে নান্নু বলেন, ‘আসলে সব খেলোয়াড়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একটি সিরিজ এলে আমরা পরিকল্পনা করি। আর খেলোয়াড়দের কাছে প্রতিটা ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচ খেলুক আর সিরিজের ম্যাচ খেলুক।’
জাতীয় দলে সুযোগ না পেলেও প্রস্তুতি ম্যাচের রাখার কারণ জানতে চাইলে নান্নু বলেন, ‘যে কোনো ব্যাটসম্যান যদি একটা দুই ম্যাচে রান কম করে বা যেভাবে চাচ্ছে সেভাবে যদি না হয় দেখবেন জড়তা চলে আসে। সেই প্রস্তুতি ম্যাচ খেলায় ওর জন্য ভালো হয়েছে। প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হচ্ছিলো ব্যাটিং দেখে। সেরা খেলোয়াড় রান করলে আমাদের জন্য ভালো, দলের জন্যও ভালো।’
মূল ম্যাচে না খেলার সুযোগ পেলেও অনুশীলন ম্যাচে সুযোগ পেয়েছেন নাসির। সুযোগ পেয়ে ৪৫ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। টেস্ট অধিনায়ক মুশফিকের সঙ্গে গড়ে তোলেন ৬৯ রানের প্রয়োজনীয় একটি জুটিও।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন