উষ্ণ আলিঙ্গন ও চুমুর আদরে চমকে দিচ্ছে ‘ওকে জানু’

শ্রদ্ধা কাপুর আর আদিত্য রায় কাপুরের মধ্যে কি কিছু চলছে?
এমনিতে একটা নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার পরে এক ঝলক দেখেই বোঝা যায়, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ঠিক কী রসায়ন দানা বাঁধছে! তবে, এক্ষেত্রে আর বোঝাবুঝির বিশেষ কিছু নেই। যা ঘটছে, তা তো চোখের সামনে দেখাই যাচ্ছে।
সে শ্রদ্ধা, আদিত্য যতই অস্বীকার করুন না কেন!
আসলে হাটে হাঁড়িটা ভেঙে দিয়েছেন করণ জোহর। শ্রদ্ধা আর আদিত্যর একটা অন্তরঙ্গ ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে।
কী দেখা যাচ্ছে সেই ছবিতে?
দেখা যাচ্ছে, শরীরী প্রেমের ধোঁয়া ওঠা মুহূর্ত। নিবিড়ভাবে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে রয়েছেন আদিত্য। তাঁর বলিষ্ঠ অনাবৃত কাঁধে এসে পড়েছে আলোর উষ্ণতা। অনেক না-বলা কথা আর আদরেরা থমকে রয়েছে দু’জনের আলিঙ্গনের মাঝে। চুমুর ঠিক আগেই! মুখটা সামান্য একটু তুলে ধরেছেন শ্রদ্ধা। আদিত্যর মুখ নেমে আসছে তাঁর মুখের কাছে। দু’জনেরই চোখ বোজা রতিসুখের আবেশে।
হঠাৎ কেন এরকম একটা ছবি পোস্ট করতে গেলেন করণ জোহর?
এই ছবিটা আদতে করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ-এর নতুন ছবি ‘ওকে জানু’-র প্রথম স্টিল! করণ জোহরের প্রযোজনায়, পরিচালক শাদ আলি ছবিটা বানাচ্ছেন। জানা গেছে, ছবিটা মণি রত্নম-এর বিখ্যাত ছবি ‘ওকে কানমানি’-র হিন্দি ভার্সন।
করণ তাই ছবিটা পোস্ট করে সবাইকে জানিয়ে দিলেন, ‘ওকে জানু’ মুক্তি পেতে চলেছে ২০১৭ সালের ১৩ জানুয়ারি।
আর ছবির নায়ক-নায়িকার বক্তব্য কী?
শ্রদ্ধা ছবিটা নিয়ে এখনই কিছু বলতে নারাজ। তবে, আদিত্য মুখ খুলেছেন। বলেছেন, ‘ছবির শুটিং পুরোদমে চলছে। এর মধ্যেই আমরা প্রায় ৫০ শতাংশ কাজ গুটিয়ে এনেছি। এটা মুম্বাইকে কেন্দ্র করে একটা রোমান্টিক ছবি হতে চলেছে। দারুণ একটা সময় কাটাচ্ছি ছবিটা শুট করতে গিয়ে!’
দারুণ সময় যে কাটাচ্ছেন, সেটা তো এই করণ জোহরের পোস্ট করা স্টিলটাই বলে দিচ্ছে। ভাল করে দেখুন, স্পষ্ট বুঝতে পারবেন, পুরোটাই পেশাদারিত্ব নয়!
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন