উসাইন বোল্টের বলে বোল্ড হয়ে গেলেন ক্রিস গেইল!

ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের একজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। অথচ সেই গেইলই কি না বোল্ড হয়ে গেলেন ট্র্যাকের দানব ও টানা তিন অলিম্পিকে স্বর্ণজয়ী উসাইন বোল্টের বলে। সত্যি, গেইলের বিপক্ষে তারই স্বদেশী বোল্ট এমন ঘটনা ঘটিয়েছিলেন চার বছর আগে।
২০১২ সালে সেবার এক দাতব্য ম্যাচে কিংস্টনে খেলেছিলেন এই দু’দজন। বোল্ট ট্রেলাওনি অল স্টার্স একাদশের অধিনায়কত্ব করেন। প্রতিপক্ষ ছিল গেইলদের সেইন্ট অ্যান্ড্রু অল স্টার্স একাদশ। ১৫ ওভারের সেই ম্যাচটি হয়েছিল বোল্টের বাড়ির পাশেই, ট্রেলাওনিতে।
চার দলের দাতব্য টুর্নামেন্টর সেই ম্যাচে বোল্টের দল টসে জিতে ব্যাট করতে নামে। ১০ বলে বোল্ট করেন ১৩ রান। গেইলের বলে একটা ছক্কা হাঁকালেও রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
বল হাতেও ঝড় তোলেন বোল্ট। আর তারই দুধর্ষ এক বলে বোল্ড হয়ে যান গেইল। ম্যাচ শেষে বোল্ট বলেছিলেন, ‘আমি গেইলকে বলেছিলাম দেখেশুনে খেলতে। বলেছিলাম কিছু একটা করবো। তবে, আসলেই যে করে ফেলেছিলাম সেটা একেবারেই বিশ্বাস হচ্ছিল না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন