উস্কানির জবাব দিতে পুরো প্রস্তুত ভারত
উরি হামলার ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার। খবর ইন্ডিয়া টুডে।
রবিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মনোহর বলেন, ‘ভারত যেকোনো উস্কানির জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। আমার মা প্রায়ই বলতেন, তুমি যদি জঙ্গলে খরগোস শিকার করতে যাও, মনে রেখো, তোমাকে বাঘের মোকাবেলাও করতে হতে পারে।’
১৮ সেপ্টেম্বর কাশ্মিরের উরি সেনাছাউনিতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়তে থাকে। ২৯ সেপ্টেম্বর জঙ্গি আস্তানা ধ্বংস করতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনা করে ভারতের সেনাবাহিনী।
তবে পাকিস্তান এই অভিযানের বিষয়টি অস্বীকার করেছে।
এই বিষয়ে মনোহর পারিকার বলেন, ‘আমি শুধু বলব, এটি একটি সফল অভিযান ছিল। সরকারি কর্মকর্তা হিসেবে এর বেশি কিছু আমি বলতে পারি না। কারণ এটি খুবই সংবেদনশীল নিরাপত্তাসংক্রান্ত বিষয়। ডিজিএমও রণবীর সিং তার বক্তব্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন।’
পাকিস্তানের মতো চীনের সঙ্গেও সম্পর্ক ভালো নয় ভারতের। আর ‘শত্রুর শত্রু হয় মিত্র’ সূত্রের মতো পাকিস্তানের মিত্রদেশ চীন।
তবে চীনের সঙ্গে ভারতের সম্পর্কোন্নয়ন হচ্ছে বলে দাবি করেন পারিকার। এই সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো। সীমান্ত ব্যবস্থাপনাও ভালো। দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছি আমরা।’
ভারতে-পাকিস্তান যুদ্ধ হলে চীন পাকিস্তানের পক্ষ নেবে না বলে সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে। এই বিষয়টিকে ভারত তাদের কূটনৈতিক জয় হিসেবেই দেখছে বলে জানান মনোহর পারিকার।
সন্ত্রাসবাদের বিপক্ষে ভারতের কূটনৈতিক তৎপরতাকে স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ভারতকেই সমর্থন করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন