উড়ে গেলো কি আঁচল

বিনোদন জগত মানেইতো সৌন্দর্য, শিল্পশৈলী আর নান্দনিক নৈপুন্যের মিশেল। আলো ঝলমলে এ ভুবনে তারা জ্বলে, তারা নেভে। দমকা হাওয়ার মতোই কারো উত্থান, আবার শীর্ষ ছুঁয়ে খসেও পড়েন অনেকেই।
চলচ্চিত্র নায়িকা আঁচল আঁখির বেলায় এমন কিছু ঘটলো কি?
প্রশ্ন উঠতেই পারে। কারণ, বিশেষ করে ২০১৩ থেকে ২০১৫-দু’বছর ব্যাপক আলোচনায় ছিলেন এই গ্ল্যামার গার্ল।
তাছাড়া সিনেমা সবার সয় না। অনেক সময়ই এ অঙ্গণের বাতাস হয়ে ওঠে এলোমেলা। আর তাতে উড়ে গেলো কি আঁচল। ঘুরপাক খাচ্ছে এমন জিজ্ঞাসা। চাই এসবের জবাব।
ভুল, বেইলি রোড, কিস্তিমাত, প্রেম প্রেম পাগলামিসহ বহু ছবির নায়িকা এই আঁচল আঁখি।
কিন্তু হঠাৎ করেই যেনো আড়ালে তিনি। একদা ব্যস্ত এই নায়িকাকে সেভাবে না পেয়ে শো বিজ বাসিন্দারা ভাবনায় পড়েছেন। নিশ্চয়ই ভক্তরাও মিস করছেন এমন আঁখি।
অনেকদিন নতুন কোনো ছবি মুক্তি পায়নি তার। গেলো বছর ঈদে ‘রানা পাগলা- দ্য মেন্টাল’ নামে একটি ছবিতে দেখা যায় আঁচলকে। কিন্তু সেই ছবিতে দু’নায়িকার ভিড়ে খুব একটা খুঁজে পাওয়া যায়নি তাকে।
এখন আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। চলচ্চিত্রপ্রেমীরা মনে করছেন এই ছবিটি ‘গুন্ডা-দ্য টেরোরিষ্ট’ নায়িকার কামব্যাক করার অন্যতম হাতিয়ার। বিগ বাজেটের ছবিটিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি।
এছাড়া আঁচলের হাতে ‘দাগ’ আরো ছবি রয়েছে। তবে সেই ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন শোবিজের আরেক জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম। তাইতো ‘দাগ’ না একক নায়িকা হিসেবে ‘সুলতানা বিবিয়ানা’ই হচ্ছে তার শেষ সম্বল।
এদিকে দর্শকদের মাঝে একধরনের ইমেজ রয়েছে আঁচলের। তাইতো যে কোনো ছবিতে অভিনয় করতে পারছেন না তিনি। আঁচল এখন অপেক্ষায় ভালো ছবির। যার মাধ্যমে ফের স্বরূপে ফিরবেন তিনি।
চলচ্চিত্রবোদ্ধাদের প্রত্যাশা, রুপালি পর্দায় ফিরে ফের সবাইকে রূপ ও অভিনয় দক্ষতায় মুগ্ধ করবেন আঁচল।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন