উড়োযানকে বিমান লেখায় ‘মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে’ বাংলাদেশ বিমানের

আকাশ পথে চলা পরিবহন বোঝাতে বিমান শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান। তারা বলছে, উড়োযানকে বিমান বললে বাংলাদেশের বিমান সংস্থা হিসেবে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে। তারা বলছে, উড়োজাহাজকে বিমান লেখায় বাংলাদেশ বিমানের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করেছে সংস্থাটি। সংস্থার জনসংযোগ বিভাগের তাছমিন আকতারের নামে আসা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এয়ারক্রাফট বা অ্যারোপ্লেনকে বাংলায় ‘বিমান’ না লিখে উড়োজাহাজ, আকাশযান বা এয়ারক্রাফট ইত্যাদি শব্দ দিয়ে বোঝানো সম্ভব।’ এতে বলা হয়, ‘একটি সঠিক শব্দ সঠিক জায়গায় ব্যবহার না হলে সাধারণ মানুষসহ সকলেই বিভ্রান্ত হয়।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান এবং একমাত্র জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স। এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৪৫ বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠানটির নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হলেও সংক্ষেপে শুধু বিমান নামেও সুপরিচিত। দেশে-বিদেশে বিমান বলতে জাতীয় এয়ারলাইন্স বিমানকেই শুধু বোঝায়। অন্যান্য এয়ারলাইন্স, এয়ারপোর্টে কর্মরত অন্যান্য সংস্থা, সিভিল এভিয়েশন অথরিটিগুলোও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সংক্ষেপে বিমান নামেই চেনে। শুধু এভিয়েশন খাত নয়, সাধারণ মানুষ, যাত্রীসহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষও বিমান বলতে বোঝেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে।’
বিভিন্ন গণমাধ্যমে উড়োজাহাজ, আকাশযান বা উড়োযান বোঝাতে ‘বিমান’ শব্দটি ব্যবহার করে থাকে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সময়ে দেশি-বিদেশি এয়ারলাইন্সের দুর্ঘটনা, ফ্লাইট বিলম্বিত হওয়া, লাগেজ হারানো অথবা উড়োজাহাজ হতে স্বর্ণ বা অবৈধ পণ্য উদ্ধার হলে নির্দিষ্ট এয়ারলাইন্সের নাম বা উড়োজাহাজ শব্দটি ব্যবহার না করে ‘বিমান’ শব্দটি ব্যবহার করে থাকে। এমনকি শিরোনামেও জোরালোভাবে ‘বিমান’ শব্দটি লেখা হয়, অথচ ভেতরের তথ্য অন্য এয়ারলাইন্স সংক্রান্ত। এতে করে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই সংগে জাতীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষণ্ন হচ্ছে।’
বিমান আজ সমৃদ্ধির পথে এগোচ্ছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন প্রজন্মের নতুন নতুন উড়োজাহাজ আজ বিমান বহরে সংযোজিত। যেকোনো সময়ের চেয়ে বিমান বহর এখন আধুনিক এবং তারুণ্য দ্বীপ্ত। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের ভাবমূর্তি রক্ষার্থে সকলের প্রতি অনুরোধ রইল।’
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন