ঋত্বিক-কঙ্গনা দ্বন্দ্ব এবার আদালতে!

ঋত্বিক ও কঙ্গনার মাঝে দীর্ঘদিন ধরে ছোট ছোট খুনসুটি চলে আসছিল। কিন্তু এবার তা অনেক খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। প্রথম থেকে গুঞ্জন ছিল ঋত্বিক ও কঙ্গনা একে-অপরের সাথে প্রেমে মজেছেন। কিন্তু ঋত্বিকের বাবার অমত থাকায় তারা আলাদা হয়ে যান, তবে তারা ব্রেক-আপ করেনি।
কিছুদিন পূর্বে কঙ্গনা মিডিয়ার সামনে বিভিন্ন বিষয়ে মুখ খুলে বিভিন্ন বিতর্কের জন্ম দেন। তারপর তিনি বলেছিলেন, সাবেক প্রেমিক-প্রেমিকারা কীভাবে আবার সব ভুলে একসাথে কাজ করে তা তার জানা নেই। পরবর্তীতে সেই কথা ঋত্বিকের উপর চলে গেলে, ঋত্বিক সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন, ‘আমি কোন পোপের সাথে প্রেম করব তবুও সেই মহিলার সাথে নয়, যাকে মিডিয়া আমার সাথে যুক্ত করতে চাইছেন’।
সেখানে সকল তর্কবিতর্ক থেমে গেলেও আবারও এই কাহিনী জমে উঠেছে। গতকাল রাতে ঋত্বিকের ব্যক্তিগত আইনজীবী কঙ্গনার বাসায় একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। তিনি কঙ্গনাকে মিডিয়ার সামনে যা বলেছেন তার জন্য মাফ চাইতে বলেছেন। বিপরীতে কঙ্গনাও আজ ঋত্বিককে ২১ পৃষ্ঠার লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন। সেখানে তিনি তাকে হুমকি দেয়ার জন্য মামলা করেছেন। কঙ্গনার মতে তিনি কখনও সকলের সামনে কোন ব্যক্তি বিশেষের নাম নেন নি। তাই তিনি নোটিশ পাঠিয়েছেন এবং এই বিষয়ে ঋত্বিকের ৫ দিনের মাঝে জবাব দিতে হবে। এবার ঋত্বিকের উত্তর কি হয়, তা দেখার পালা।–সুত্র: ইন্ডিয়া টাইম্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন