এই ঈদে শ্রোতাদের জন্যে তৌসিফের অ্যালবামে ‘স্ত্রী’ মডেল
ঈদে শ্রোতাদের জন্যে ‘আয়োজন’ শিরোনামে একটি অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী তৌসিফ আহমেদ। অ্যালবামটিতে পাঁচটি অডিও গানের পাশাপাশি পাঁচটি ভিডিও গানও থাকছে। আর বাড়তি পাওনা হিসেবে দুটি গানে তৌসিফের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে তার স্ত্রী নীপাকেও।
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘বেশ নতুনত্ব নিয়েই এবারের অ্যালবামটি প্রকাশ করছি। আর আয়োজনটাও ব্যাতিক্রম তাই অ্যালবামের নাম রেখেছি ‘আয়োজন’। শ্রোতারা আমার কাছ থেকে যে ধরণের গান প্রত্যাশা করে সে ধরণের গান দিয়েই অ্যালবাম সাজানোর চেষ্টা করেছি। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।’
অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন তৌসিফ নিজেই। আর গানগুলোর কথা লিখেছেন শেখ সুমন, এমদাদ, ওমর ফারুক প্রমুখ।
উল্লেখ্য, ‘আয়োজন’ অ্যালবামটিতে তৌসিফের কণ্ঠে গাওয়া জনপ্রিয় ‘বৃষ্টি ঝরে যায়’ ও ‘দূরে কোধাও’ গান দুটির সিক্যুয়াল থাকছে। গান দুটির মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হিসেবে জুটি বেঁধেছেন তার স্ত্রী নিপা। এই প্রথম কোন গানে মডেল হিসেবে দেখা যাবে তৌসিফ পত্নী আফরিন নীপাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন