শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এই একটা কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি বিলেত থেকে দেশে আনতে পারেন কোহলি

সম্প্রতি জানা গেল নতুন এক তথ্য, যা জানার পর ভারতীয় সমর্থকরা আরও খুশি হবেন।

গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে ভারত। এবার সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি টিম ইন্ডিয়া।
ওয়াকিবহাল মহলের মতে, ফাইনালে যাওয়ার দৌড়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে মেন ইন ব্লু ব্রিগেড। শুধু ফাইনালই নয়, ভারত এখন যে ফর্মে রয়েছে, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার তাঁরাই।

এসবের মধ্যেই সম্প্রতি জানা গেল নতুন এক তথ্য, যা জানার পর ভারতীয় সমর্থকরা আরও খুশি হবেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারত অধিনায়ক জানিয়েছেন, গত কয়েক বছরে তাঁর পাশে বিশেষ একজন থাকার জন্যই সাফল্য পেয়েছেন কোহলি। তিনি আর কেউ নন, তিনি অভিনেত্রী অনুষ্কা শর্মা। অনুষ্কাকে ‘পয়মন্ত’ বলেই মনে করেন কোহলি।

সাক্ষাৎকারে ভারত অধিনায়ক জানিয়েছেন, দু-দু’ বার অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে পাওয়ার সময়ে অনুষ্কা তাঁর পাশে ছিলেন। বিরাটের বক্তব্য, “আমি তখন মোহালিতে ছিলাম। টেস্ট সিরিজ় চলছিল। ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সেই সময় আমি ওয়ানডে টিমের অধিনায়ক হওয়ার খবর পাই। তখন এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, যে ওর সামনেই কেঁদে ফেলি।

ওকে ফোন করে যখন কথাটা বলছিলাম, আমার গোটা ক্রিকেট কেরিয়ারটা ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে উঠেছিল। সেই শুরু থেকে অধিনায়ক হওয়া পর্যন্ত যে রাস্তাটা পেরিয়েছি, তা সত্যিই মনে রাখার মতো। মেলবোর্নে টেস্ট অধিনায়ক হওয়ার সময়েও আমার পাশে ছিল অনুষ্কা।’’

অর্থাৎ বিরাট যা বললেন না, তা হল অনুষ্কা পাশে থাকলেই কোহলি সফল হন। কোহলির ব্যাট কথা বলে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির ভারত পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। শেষ চারের লড়াইতেও ভারত জিতবে বলেই মনে করছেন ক্রিকেটভক্তরা। তাঁদের আরও আত্মবিশ্বাসী করছে কোহলি ও অনুষ্কার সম্পর্ক। আর কেবলমাত্র এই একটা কারণেই ভারত চ্যাম্পিয়্ন্স ট্রফি ঘরে তুলবে বলে মনে করছেন অনেকে। কথায় বলে, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারী থাকেন। মায়ের পরে কোহলির ক্ষেত্রে সেই নারীটি নিঃসন্দেহে অনুষ্কা শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁদের দু’জনকে একসঙ্গে সচিন-এর বায়োপিকের প্রিমিয়ারেও দেখা গিয়েছে। তাই যদি এ কথা ঠিক হয় যে অনুষ্কার সান্নিধ্যে সাফল্য বিরাটের পায়ে পায়ে ঘোরে, তবে এ কথা মানতে ক্ষতি নেই যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিও কোহলির হাত ধরে ভারতে আসছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির