এই একটা দিন মায়ের হাতে খেতে পাই: কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্য

জামাইষষ্ঠীর দিনটিতে মায়ের হাতের রান্না খেতে পান কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বিয়ে হয়েছে ২০ বছর আগে। মায়ের বাড়ি যান মাঝে মাঝে। কিন্তু, মায়ের হাতের রান্না পান না। তবে এ বছর মায়ের বাড়ি ষষ্ঠীতে যাননি। ফলে হাতের রান্নাটাও মিস করলেন, জানালেন অপরাজিতা।
মায়ের বাড়ি না যাওয়ায় আজকের দিনটি কাটছে আর পাঁচটা দিনের মতো। সকালে শুটিং সেটে ছিলেন অপরাজিতা। বিশেষ দিনটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। জানালেন, ‘মাত্র ১৯ বছর বয়সে বিয়ে হয়েছিল। তারপর থেকে প্রতিবার জামাইষষ্ঠীতে মায়ের বাড়ি যাই। সবাই মিলে বেশ ভালো কাটে। কিন্তু, এবার নিজেই মাকে ষষ্ঠী করতে বারণ করেছি। মা বেশ অসুস্থ। ‘
অপরাজিতা আরও জানিয়ছেন, জামাইষষ্ঠী না হলেও তাঁর মা ও দিদি বাড়িতে উপহার, তত্ত্ব পাঠিয়ে দিয়েছেন। তাঁর কথায়, আমিও মায়ের জন্য বিভিন্ন ধরনের উপহার নিয়ে যাই। তবে সবথেকে বড় উপহার হলো ভালোবাসা। আর আজেকর দিনটাতেই তো শুধুমাত্র মায়ের হাতে খেতে পাই। কিন্তু, এবার হলো না। সেটাই সবথেকে বেশি মিস করলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন